স্পোর্টস ডেস্কঃ ভারত বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের দিনক্ষণ প্রকাশ করল আইসিসি। মূল লড়াইয়ে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচগুলোর ভেন্যু আসামের গুয়াহাটি।
আগামী ২৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং দুই দিন পর (২ অক্টোবর) বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। দুইটি ম্যাচই হবে গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশের সীমান্ত ঘেঁষা ভারতের রাজ্যে প্রস্তুতি সেরে সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা পাড়ি জমাবেন হিমাচল প্রদেশে।
ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। অক্টোবরের ৫ তারিখ প্রথম ম্যাচ খেলবে টাইগাররা। এরপর দ্বিতীয় ম্যাচে তাদের লড়তে হবে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। ভেন্যু ধর্মশালাই।
এর আগে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে আগামী ৫ অক্টোবর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। গতবারের দুই ফাইনালিস্টরা মুখোমুখি হবে আহমেদাবাদে। একই ভেন্যুতে আগামী ১৯ নভেম্বর ফাইনাল দিয়ে শেষ হবে বিশ্বকাপ।
এদিকে প্রস্তুতি ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় অনুসারে দুপুর ২টা ৩০ মিনিটে। বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াডের সবাইকেই প্রতিটি ম্যাচে খেলাতে পারবে দলগুলো। পঞ্চাশ ওভারের ম্যাচগুলো ওয়ানডের স্বীকৃতি পাবে না।
বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচের সূচি:
২৯ সেপ্টেম্বর, শুক্রবার
বাংলাদেশ-শ্রীলঙ্কা (গুয়াহাটি)
দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান (থিরুবানান্থাপুরাম)
নিউজিল্যান্ড-পাকিস্তান (হায়দ্রাবাদ)
২৯ সেপ্টেম্বর, শনিবার
ভারত-ইংল্যান্ড (গুয়াহাটি)
অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস (থিরুবানান্থাপুরাম)
২ অক্টোবর, সোমবার
বাংলাদেশ-ইংল্যান্ড (গুয়াহাটি)
নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা (থিরুবানান্থাপুরাম)
৩ অক্টোবর, মঙ্গলবার
আফগানিস্তান-শ্রীলঙ্কা (গুয়াহাটি)
ভারত-নেদারল্যান্ডস (থিরুবানান্থাপুরাম)
পাকিস্তান-অস্ট্রেলিয়া (হায়দ্রাবাদ)।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post