স্পোর্টস ডেস্কঃ বৃষ্টির কারণে কলম্বো থেকে সুপার ফোরের ম্যাচগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার কথা ভাবছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। জানা গেছে হাম্বানটোটায় আয়োজন হবে সুপার ফোরে শ্রীলঙ্কা পর্বের ম্যাচগুলো। অবশ্য পাকিস্তান থেকেই শুরু হচ্ছে এশিয়া কাপের সুপার ফোর। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
হাম্বানটোটা স্টেডিয়ামটি অবস্থিত শহরের দক্ষিণে। মূল শহর থেকে কিছুটা দূরে দলেও সেখানটায় বৃষ্টির প্রকোপ কম। আর তাই সেখানেই এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচগুলো স্থানান্তর করার চেষ্টা করছে আয়োজকরা। তবে স্থানটি বনাঞ্চলের বেশ কাছে। যার কছাকাছি কোন আবাসন ব্যবস্থা নেই। সেখানে ম্যাচের আয়োজন করতে হলে যাতায়াত সংক্রান্ত জটিলতায় পড়তে হবে আয়োজকদের। সাধারণ দর্শকদের বেগ পেতে হবে কিছুটা।
হাম্বানটোটার পাশাপাশি ক্যান্ডি, ডাম্বুলার কথাও শোনা যাচ্ছিল। তবে ডাম্বুলা স্টেডিয়ামের ফ্লাডলাইটের কাজ চলছে বলে জানিয়েছে এসএলসি। আর ক্যান্ডিতেও ম্যাচ রাখতে চাইছে না আয়োজক কর্তৃপক্ষ। ২০১৫ থেকে কলম্বোতে সেপ্টেম্বরে ছেলেদের ক্রিকেটের ৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ৪টি ওয়ানডে হয়েছে। ৯ ম্যাচেরই ফল এসেছে, যার মধ্যে দুটিতে বৃষ্টি বাগড়া দিয়েছিল।
এদিকে আগামী ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এশিয়া কাপের ফাইনাল ম্যাচটি সহ ৬টি ম্যাচের সূচি রাখা হয়েছে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। তবে কলম্বোয় গত কয়েক দিনে এতটাই ভারি বর্ষণ হয়েছে যে, শহরের উত্তর অংশে রীতিমতো বন্যা হয়েছে। প্রেমাদাসা স্টেডিয়ামটিও কলম্বোর উত্তরে অবস্থিত। যার কারণে পণ্ড হয়েছে ভারত-পাকিস্তানে মত দলগুলোর ম্যাচ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post