নিজস্ব প্রতিবেদকঃ আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। শুরুতে বাংলাদেশে এই বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও এখন তা সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। ফলে শ্রীলঙ্কা সফরে জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড়দের সুযোগ করে দিতেই রাখা হয়েছে ‘এ’ দলের স্কোয়াডে।
রোববার ঘোষিত এই দলে নিগার ছাড়াও আছেন তার জাতীয় দলের ডেপুটি নাহিদা আক্তারও। এছাড়াও রাখা হয়েছে এশিয়া কাপ দিয়ে বাংলাদেশ দলে ফেরা অভিজ্ঞ পেসার জাহানারা আলমকেও। এই সিরিজে দুটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। বাংলাদেশের এই লঙ্কা সফর শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে। ৮ সেপ্টেম্বর পেনাগোডার আর্মি স্টেডিয়াম ও ১০ সেপ্টেম্বর কলোম্বোর থ্রুস্টানে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এরপর ১২ সেপ্টেম্বর থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। ফরম্যাটটির সব ম্যাচই হবে কলম্বোতে। ১২ ও ১৩ সেপ্টেম্বর প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচের ভেন্যু পি সারা ওভাল। ১৫ সেপ্টেম্বর তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। ১৭ সেপ্টেম্বর চতুর্থ ম্যাচ থ্রুস্টান এবং ১৯ সেপ্টেম্বর সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি কল্টসে। এদিকে বাংলাদেশ স্কোয়াডে আছেন অভিজ্ঞ ব্যাটার শামিমা সুলতানাও। সবশেষ গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পর থেকেই জাতীয় দলের বাইরে আছেন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার। জাতীয় দলে জায়গা হারানো ব্যাটার সোবহানা মোস্তারি ও অলরাউন্ডার ফাহিমা খাতুন আছেন এই দলে।
বাংলাদেশ ‘এ’ দল: রাবেয়া খান (অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, জাহানারা আলম, দিলারা আক্তার, মারুফা আক্তার, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, সোবহানা মোস্তারি, রিতু মনি, সাবিকুন নাহার, শামিমা সুলতানা, নাহিদা আক্তার ও তাজ নেহার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০