নিজস্ব প্রতিবেদকঃ ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে বড় চমক ছিল আলিস আল ইসলামের নাম। শ্রীলঙ্কার বিপক্ষে দলে সবচেয়ে উল্লেখযোগ্য নামটি তারই ছিল। তবে সবাইকে চমকে জাতীয় দলে ডাক পাওয়া এই রহস্য স্পিনার ছিটকে গেছেন চোটের কারণে। অর্থাৎ লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলা হচ্ছে না আলিসের।
জানা গেছে, আঙ্গুলে চোট পেয়েছেন আলিস। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন শুক্রবার বিপিএলের ফাইনাল শেষে এই তথ্য নিশ্চিত করেছেন। বিসিবির একটি সূত্রও নিশ্চিত করেছেন আলিসের ছিটকে যাওয়া। এদিকে তাঁর বদলি হিসেবে কারও নাম এখনও ঘোষণা করেনি বিসিবি। আগামী ৪ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post