স্পোর্টস ডেস্কঃ দ্য হানড্রেড টুর্নামেন্ট চলাকালীন বাম পায়ের হ্যামস্ট্রিং ইনজুিরতে পড়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তাতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলা হবে না এই অলরাউন্ডারের। মঙ্গলবার স্ক্যান রিপোর্টে তার বাম হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন টেস্টের সিরিজে তাই খেলতে পারবেন না স্টোকস। ম্যানচেস্টারে আগামী ২১ অগাস্ট শুরু হবে এই সিরিজ। এক বছরের বেশি সময় ধরে স্টোকসের ডেপুটি হিসেবে কাজ করা ওলি পোপ এবার করবেন অধিনায়কত্ব। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্ব করেননি তিনি।
এদিকে লঙ্কানদের বিপক্ষে তিন টেস্টের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন টি-টোয়েন্টি ও পাঁচ ওয়ানডে আছে ইংল্যান্ডের। এরপর তারা যাবে পাকিস্তানে তিন টেস্ট খেলতে। এমনিতে লম্বা সময় ধরে হাঁটুর চোটে ভুগছিলেন স্টোকস। এরপর অস্ত্রোপচারও করান। নিজের বোলিংয়ের ছন্দ ফিরে পেতে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেননি। গত নভেম্বরে অস্ত্রোপচার করার পর মাঠে ফিরে শুধু ব্যাটিং করতে পারছিলেন। চলতি গ্রীষ্ম থেকে বোলিং শুরু করতে পেরেছেন তারকা এই ক্রিকেটার।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড বিবৃতিতে বলেছে, পাকিস্তান সফরে তিন টেস্টের সিরিজ দিয়ে ফেরার আশা করছেন স্টোকস। মুলতানে সিরিজটি শুরু হবে আগামী ৭ অক্টোবর।স্টোকসের বদলি হিসেবে কাউকে দলে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। তার অনুপস্থিতিতে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে টেস্ট অভিষেক হতে পারে জর্ডান কক্সের। এদিকে, লঙ্কানদের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে ইংলিশরা তারকা ওপেনার জ্যাক ক্রাউলিকেও পাচ্ছে না। আঙুুলে চিড় ধরায় তিনি ছিটকে গেছেন এই সিরিজ থেকে। এ ছাড়া হান্ড্রেডে কিছুটা চোটের অস্বস্তিতে ছিলেন আরেক ইংলিশ পেসার ক্রিস ওকস। স্টোকসের চোট নিশ্চিত হওয়ার পর তাকেও সতর্কতা স্বরূপ ওই টুর্নামেন্ট থেকে সরিয়ে নিয়েছে ইসিবি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০