নিজস্ব প্রতিবেদকঃ বৃষ্টির পূর্ভাবাস থাকলেও, সিলেটের আকাশে সকালের মিষ্টি রোদ। তবে বাংলাদেশ দলের জন্য সকালটা মিষ্টি হলো না। দিনের শুরুতেই ফিরে গেলেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ১৫তম ওভারের প্রথম বলে লাহিরু কুমারার আউটসাইড অফ ডেলিভারিতে থার্ড স্লিপে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। ১২ রান করা জয়ের বিদায়ে চতুর্থ উইকেটের পতন ঘটে বাংলাদেশের।
আগের দিন ১০ ওভারে ৩ উইকেটে ৩২ রান নিয়ে কোনোমতে পার করে বাংলাদেশ। তবে নাইট ওয়াচম্যান হিসেবে নামা তাইজুল ইসলাম ও ওপেনার জয় দ্বিতীয় দিন সকালের সেশনের শুরুটা বেশ ভালোভাবেই করেছিল। যদিও প্রথম পাঁচ ওভারের পর আর সেটি ধরে রাখতে পারেনি বাংলাদেশ দল। অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে আউট হয়ে ফিরেন জয়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সবশেষ সংগ্রহ ১৬ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৬০ রান। তাইজুল ইসলাম ১৪ ও সদ্য উইকেটে আসা শাহদাত হোসেন দিপু ১ রান করে অপরাজিত আছেন।
Discussion about this post