স্পোর্টস ডেস্ক:: বৃষ্টির কারণে রোববার আইপিএলের ফাইনাল হয়নি। বাধ্য হয়েই আয়োজকেরা রিজার্ভ ডেতে নেন খেলা। কিন্তুু আজও আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা আছে। সকালেও বৃষ্টি হয়েছে আহমেদাবাদে। দ্বিতীয় দিনও আইপিএল উৎসবে জল ঢেলে দেবে বৃষ্টি এমন শঙ্কা সমর্থকদের মনে।
গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচটি আজ সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়ার। কিন্তুু সকালে আহমেদাবাদে মাঝারি মানের বৃষ্টি হওয়াতে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। তবে স্থানীয় আবহাওয়া অফিস বলছে, বিকেলের পর আবহাওয়া পরিবর্তন হবে। রাতে কিছুটা পরিস্কার থাকবে আকাশ।
ম্যাচ চলাকালে হালঙ্কা বৃষ্টিপাত হতে পারে। তবে সেটা ম্যাচ বাতিলের কারণ হবে না। সোমবার সকালে আহমেদাবাদের আকাশ ৭০ শতাংশ বৃষ্টির মেঘে ডাকা ছিলো। আবাহওয়া অফিস বলছে, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আকাশের ৫০ শতাংশ মেডে ডাকা থাকতে পারে। হালঙ্কা বৃষ্টিও ঝড়তে পারে।
আইপিএলের শেষে দিকে বৃষ্টি বেশ বাগড়া দিচ্ছে। ফাইনালতো একদিন পিছিয়েই দিয়েছে। চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্সের মধ্যকার ফাইনাল নিয়ে খেলছে বৃষ্টিও।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post