নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে আজ। হিমাচল প্রদেশের ধর্মশালায় এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে সাকিব আল হাসানের। শনিবার সকালের ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান। বিশ্বকাপে বাংলাদেশ-আফগানিস্তান দুই দলেরই প্রথম ম্যাচ এটা। সকাল ১১টায় শুরু হবে এই ম্যাচ।
ওয়ানডে ফরম্যাটের অতীত পরিসংখ্যান বলছে, দুই দলের মুখোমুখি দেখায় বাংলাদেশ বেশ এগিয়ে আছে। বিশ্বকাপেও তাদের বিপক্ষে দুটি ম্যাচেই জয় পেয়েছে টাইগাররা। তবে আফগানরা এবার শক্তি-সামর্থ্য নিয়েই মাঠে নামছে। গত জুলাইয়ে বাংলাদেশকে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হারিয়েছে। ছেড়ে কথা বলবে না সাকিব-মুশফিকরাও! শেষ সময়ের প্রস্তুতি সেরেছেন তারাও।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কোচ চান্দিকা হাথুরুসিংহে বললেন, ‘আমরা সবাই বিশ্বকাপ জিততে চাই। তবে বাস্তব সম্ভাবনার কথা যদি বলেন, আমরা যদি ৪-৫টি ম্যাচ জিততে পারি, তাহলে বিশ্বকাপের নক আউট পর্ব বা সেমি-ফাইনাল পর্যায়ে যাওয়ার ভালো সুযোগ নিজেদেরকে দিতে পারব। আমার মনে হয়, সেটি করার মতো যথেষ্টই ভালো দল আমরা। সেমি-ফাইনাল পর্যায়ে যাওয়াই আমাদের প্রথম লক্ষ্য।’
অন্যদিকে, আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী জানিয়েছেন, ‘আমাদের নজর দিতে হবে নিজেদের শক্তি ও তাদের (বাংলাদেশের) দুর্বলতায়। গত ম্যাচে যা হয়েছে, আমাদের সেটা থেকে শিখতে হবে। তারা আমাদের চেয়ে ভালো ছিল। আমরা সেটি থেকে শিখবো ও আগামীকাল তা প্রয়োগের চেষ্টা করবো। ইতিবাচক থাকার চেষ্টা করবো আমরা। তাদের প্রতিটি খেলোয়াড়ের ব্যাপারেই পরিকল্পনা আছে। আমরা প্রতিটি খেলোয়াড়ের শক্তি ও দুর্বলতা জানি ভিডিওর মাধ্যমে।’
এদিকে ম্যাচ ভেন্যু ধর্মশালা বাংলাদেশ দলের অনেকের জন্যই নতুন জায়গা নয়। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের ভেনু ছিল এটি। সেবার বাংলাদেশ এই মাঠে তিনটি ম্যাচ খেলেছে। বর্তমান দলে না থাকা তামিম ইকবালের ব্যাট থেকে বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরিটি এসেছিল এই মাঠেই। উল্লেখ্য, পরিসংখ্যান অনুযায়ী, আফগানদের বিপক্ষে এগিয়ে থেকেই মাঠে নামবে টাইগাররা। ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ১৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। এর মধ্যে ৯টিতে জিতেছে বাংলাদেশ, ৬টিতে আফগানিস্তান।
বাংলাদেশ বিশ্বকাপ স্কোয়াড- সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
আফগানিস্তান বিশ্বকাপ স্কোয়াড- হাশমতুল্লাহ শহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নুর আহমেদ, ফজলহক ফারুকি, আব্দুল রহমান ও নাভিন উল হক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post