নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের বিশ্বকাপ দলে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নামের পরই ঘোষণা করা হয় তাসকিন আহমেদের নাম। তিনি বিশ্বকাপে সহ-অধিনায়কের ভূমিকায় থাকবেন। যদিও এক দিন আগেও চোটের কারণে দেশ সেরা এই পেসারের বিশ্বকাপে যাওয়া নিয়েই অনিশ্চয়তা ছিল। তাসকিনকে দলে নেয়া হয়েছে আগামী ২৫ মে চূড়ান্ত দল দেয়ার আগে পুরো ফিট হওয়া সাপেক্ষে।
এদিকে টাইগারদের অধিনায়ক ও সহ-অধিনায়ক নির্বাচন সঠিক প্রক্রিয়ায় হয় নি বলে মনে করেন খালেদ মাসুদ পাইলট। জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার মঙ্গলবার এই ভিডিও বার্তায় জানান, ‘বিশ্বকাপ দলে তাসকিনকে সহ-অধিনায়ক করা হয়েছে। তার জন্য শুভকামনা। সে অনেক দিন জাতীয় দলে খেলছে। দলে সহ-অধিনায়ক হওয়ার মতো আর কেউ নেই, তাই তাসকিনকে দেওয়া হয়েছে। কিন্তু সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে অধিনায়ক বা সহ-অধিনায়ক নির্বাচন করা হয়নি। এটা নির্বাচক কমিটির দায় নয়। কারণ, তারা মাত্রই দায়িত্ব নিয়েছে। দলের নেতৃত্বে আসার জন্য একজন খেলোয়াড়কে যে প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হয়, সেটা হয়নি। তাসকিন এর আগে দুর্দান্ত ঢাকার অধিনায়কত্ব করেছে, সেই দলটা মাত্র একটা ম্যাচ জিতেছে। কিন্তু সে–ই বাংলাদেশ দলের সহ-অধিনায়ক। এ ক্ষেত্রে আরও প্রতিযোগিতা থাকলে আরও ভালো হতো।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post