স্পোর্টস ডেস্ক:: সতীর্থ ফুটবলারকে নিয়ে বর্ণবাদী আচরণ করেছিলেন। তার জন্য বড় শাস্তি পেলেন টটেনহাম হটস্পার একজন বড় তারকা। সাত ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি তাকে জরিমানা করা হয়েছে এক লাখ পাউন্ড। এই নিষেধাজ্ঞা পেয়েছেন টটেনহাম হটস্পারের মিডফিল্ডার রদ্রিগো বেন্তানকুর।
নিজ ক্লাবের সতীর্থ সন হিউং মিনকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করেছিলেন তিনি। এরপরই তাকে নিষেধাজ্ঞার মুখে পড়তে হলো। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন রদ্রিগো বেন্তানকুরকে নিষেধাজ্ঞার বিষয়টি ইতিমধ্যে জানিয়ে দিয়েছে।
গত জুনে উরুগুয়ের এক টেলিভিশ অনুষ্ঠানে বেন্তানকুরের কাছে টটেনহামের এক ফুটবলারের জার্সি চেয়ে বসেন উপস্থাপক। জবাবে মজার ছলে বেন্তানকুর বলেন, ‘সনির (সন হিউং মিন)। এটা কিন্তু সনির কাজিনও হতে পারে, যেহেতু তারা দেখতে সবাই একই রকম। ’
ঘটনার পর ক্ষমা চান বেন্তানকুর। চারিদিকে সমালোচনা শুরু হলে নিজের ভুল বুঝতে পারেন তিনি। তবে ক্ষমা চেয়েও পার পেলেন না। সে সময় ক্ষমা চেয়ে তিনি বলে ছিলেন , ‘আমি লোলোর সঙ্গে কথা বলেছি। সে যে ভুল করেছে, এটা সে জানে এবং ক্ষমাও চেয়েছে। লোলো কখনো ইচ্ছাকৃতভাবে আক্রমণাত্মক কিছু বলে না। আমরা ভাই এবং এর ফলে আমাদের সম্পর্কে কোনো ফাটল ধরেনি। ’
সাত ম্যাচের নিষেধাজ্ঞায় থাকায় আগামি ২৬ ডিসেম্বর পর্যন্ত টটেনহামের এই তারকা কোনো ম্যাচ খেলতে পারবেন না। এই সময় ম্যানচেস্টার সিটি, লিভারপুল, চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো বড় দলগুলোর বিপক্ষে খেলতে হবে টটেনহ্যামকে। ম্যাচগুলো দর্শক সারিতে বসে দেখতে হবে বেন্তানকুরকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০