স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দারুণ এক জয় পেয়েছে সংযুক্ত আরব আমিরাত। শনিবার ৭ উইকেটে কিউইদের হারিয়ে ইতিহাস গড়ল এশিয়ার দলটি। সাদা বলের ক্রিকেটে তাসমান সাগরপাড়ের দেশটির বিপক্ষে তিন ম্যাচে আমিরাতের প্রথম জয় এটি।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ আগে ব্যাট করে নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১৪২ রান সংগ্রহ করে। জবাবে অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম ও আসিফ খানের নৈপুণ্যে ২৬ বল হাতে রেখে মাত্র ৩ উইকেট হারিয়েই জয়ের দেখা পায় স্বাগতিকরা।
রান তাড়ায় সামনে থেকে নেতৃত্ব দেন ওয়াসিম। ওপেনিংয়ে ২৯ বলে ৫৫ রানের ইনিংস খেলেন অধিনায়ক। ম্যাচ শেষে এই জয়টি তিনি উৎসর্গ করেন তার সদ্যোজাত ছেলেকে। ওয়াসিম বলেন, ‘নিজের পারফরম্যান্স ও দলের খেলায় আমি খুবই খুশি। আমার সবসময় এটাই চাওয়া থাকে, যেদিন আসরা জিতব, সেদিন যেন দাপটে জিততে পারি এবং আমি যেন বড় অবদান রাখতে পারি। এই জয় আমি উৎসর্গ করতে চাই সদ্য পৃথিবীতে আসা আমার ছেলেকে।’
লক্ষ্যে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই আরিয়ানশ শর্মাকে ফিরিয়ে দেন টিম সাউদি। তবে দ্বিতীয় উইকেট জুটিতে অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম ও বৃত্ত অরবিন্দ মিলে ৪০ রান যোগ করেন। ২১ বলে ২৫ রান করে জেমসনের বলে বোল্ড হয়ে যান অরবিন্দ। তৃতীয় উইকেট জুটিতে ৫৬ রান যোগ কোঁড়ে ম্যাচটা আমিরাতের অনুকূলে নিয়ে আসেন ওয়াসিম ও আসিফ খান।
মাত্র ২৯ বলে ৫৫ রান করে আমিরাতকে জয়ের ভিত্তি গড়ে দেন ওয়াসিম। তার ইনিংসে ছিল ৪তি চার ও ৩টি ছয়ের মার। শেষ পর্যন্ত ২৬ বল হাতে রেখেই আসিল হামিদকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন আসিফ। ২৯ বলে ৫ চার ও ১ ছয়ে ৪৮ রান করে অপরাজিত থাকেন আসিফ। বাসিল ১২ বলে ১২ রান করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post