স্পোর্টস ডেস্ক:: বিপিএল নিয়ে সন্দেহ নতুন কিছু নয়। আগের আসরগুলোতেও ঘটেছে নানা ঘটনা। বাদ যায়নি ফিক্সিং কাণ্ড। এবারের বিপিএলকে ঘিরে সেই সন্দেহ আরো বেড়েছে। সংবাদ মাধ্যমে আসছে নানা খবর। মাঠেই দেখা যাচ্ছে সন্দেহ জনক বোলিং-ব্যাটি।
বড় বড় ওয়াইড থেকে শুরু করে পিচের বাইরেও করা হচ্ছে বল। হঠাৎ করে কোনো কোনো ওভারে বেশি রান হচ্ছে। আবার দুর্দান্ত গতিতে রান তুলতে থাকা দল হঠাৎ করেই কমিয়ে দিচ্ছে রানের গতি। ছন্দে থাকা ব্যাটসম্যানরা হঠাৎ করেই হয়ে যাচ্ছেন ধীরগতির। এসব নিয়েই আলোচনা-সমালাচনা চলছে বেশ। সেঞ্চুরি করা, ভালো বােলিং করা ক্রিকেটাররা একাদশ থেকে বাদ পড়ছেন, মাঝে মধ্যে ১৫ জনের দলের বাইরেও যাচ্ছেন।
চট্টগ্রাম কিংসের সেঞ্চুরিয়ান উসমান খানকে এক ম্যাচের ১৫ জনেই রাখা হয়নি। বিনুরা ফার্নান্দো ভালাে করেই মাঝে মধ্যে উধাও হয়ে যাচ্ছেন একাদশ থেকে। এসব ঘটনায় সন্দেহ আরো বাড়ছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এসবকে অতিরঞ্জিত বলছে। বিপিএলে অপ্রীতি কিছু ঘটছে এমনটা মানতে চাইছে না ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
বিসিবির দুর্নীতি দমন বিভাগ এসিইউ’র প্রধান মেজর (অব.) রায়ান আজাদ বলেন, ‘যা কিছু দেখছেন অতিরঞ্জিত। সন্দেহ থেকে যে যার মতো ব্যাখ্যা করছে। আমরা বা আপনাদের সন্দেহ হলেও প্রমাণ ছাড়া কোনো কিছু বলা যাবে না। কেউ সাহায্য চাইলে আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করি। একে ধরছি, ওকে ধরছি, বিষয়টি ঠিক না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০