স্পোর্টস ডেস্কঃ ভারতের বিপক্ষে তানজিদ হাসান তামিম এবং লিটন দাসের কল্যাণে দুর্দান্ত শুরু পেয়েছিল বাংলাদেশ। প্রথম ৫ ওভারে দুজন মন্থর খেললেও পরে ব্যাট হাতে ঝড় তুলেছেন দুজনেই। কিন্তু তামিম আউট হতেই যেন বাংলাদেশ মিইয়ে যায়। রান তোলার সেই ভাটা পরে আর ঠিক করতে পারেনি ব্যাটাররা। অনেক আশা জাগিয়েও টাইগারদের ইনিংস থেমে যায় ২৫৬ রানে। রান তাড়ায় বড় জয় পায় ভারত। সেঞ্চুরি হাঁকান তারকা ব্যাটার বিরাট কোহলি।
৪১ বলে নিজের ফিফটি তুলে নেন তানজিদ। ফিফটির পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি এই ওপেনার। কুলদীপ যাদবের গুগলিতে বিভ্রান্ত হয়ে এলবিডব্লিউ হয়েছেন তিনি। ৪৩ বলে ৫১ রান এসেছে তাঁর ব্যাট থেকে। ৫ চার ও ৩ ছক্কায় সাজান তানজিদ তাঁর এই ইনিংস। ম্যাচ শেষে বাঁহাতি এই ব্যাটারের প্রতিক্রিয়ায় তাই থাকল স্বস্তির আর হতাশার মিশেল।
তানজিদ বলেন, সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ… তবে যদি এই জায়গা থেকে বড় করতে পারতাম, তাহলে দলের জন্য ভালো হতো, আমার জন্যও ভালো হতো। দল না জিতলে ইনিংসটি মূল্যহীন হয়ে যায়। দল জিতলে অবশ্যই ভালো লাগে। দলের জন্য অবদান রাখতে পারলে নিজের কাছে ভালো লাগে। যেটা হয়নি, এটা নিয়ে আমরা চিন্তিত নই। আমরা সামনেরটা চিন্তা করছি।’
Discussion about this post