স্পোর্টস ডেস্ক:: ফুটবলে রাজা পেলের সমাধি দেখার ইচ্ছে অবশেষে পূরণ হবে ফুটবল প্রেমী ভক্ত-সমর্থকদের। ব্রাজিলে ‘কিংবদন্তী’ পেলের সমাধি উন্মুক্ত করে দেওয়া হয়েছে সকলের জন্য। নিয়ম মেনে সপ্তাহে দু’দিন যে কেউ চাইলে দেখতে পারবেন ফুটবলের এই মহাতারকার কবর।
ব্রাজিলের সাউ পাউলো শহরের পার্শ্ববর্তী সান্তোসে ৩২তলা বিশিষ্ট একটি ভবনের দ্বিতীয় তলায় চিরঘুমে আছেন ফুটবলের রাজা। সোনায় মোড়ানো কফিন দিয়ে সজ্জিত করা হয়েছে তার চিরস্থান। ঘরের চারপাশে সাজিয়ে রাখা হয়েছে। যাতে আছে এই কিংবদন্তীর ছবি, দর্শকদের ছবি, কৃত্তিমভাবে তৈরি করা উল্লাসধ্বনি। কফিনে পাশে আছে তার ক্লাব ও জাতীয় দলের জার্সি। কবর স্থানের ঘরে প্রবেশ করলে মনে হবে পেলে এখনো জীবন্ত, পায়ের জাদুতে মাতিয়ে রাখছেন পুরো স্টেডিয়াম।
গত বছরের ২৯ ডিসেম্বর ৮২ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। ক্যান্সারের কাছে পরাজিত হন ফুটবলের এই মহানায়ক। এরপরই ব্রাজিলের প্রিয় শহরে চিরঘুমে যান তিনি। গত সোমবার থেকে উন্মক্ত করে দেওয়া হয়েছে কবরস্থান। সমর্থকেরা এখন চাইলে গিয়ে দেখে আসতে পারেন ফুটবলের ঘুমন্ত রাজাকে।
তবে তার জন্য নির্দিষ্ট নিয়ম মানতে হবে সমর্থকদের। যাওয়ার আগে ওয়েবসাইটে নির্দিষ্ট আবেদনে ফরম পূরণ করতে হবে। কর্তৃপক্ষ অনুমতি দিলে নির্ধারিত দিনে গিয়ে ঘুরে আসতে পারবেন। প্রতি সপ্তাহের শুক্রবার ও সোমবার সাধারণ দর্শকদের প্রবেশের সুযোগ দেওয়া হবে।
পেলের ছেলে এডসন চোলবি নাসিমেন্তো বলেন, আমার বাবার প্রতি ভক্তদের যে ভালোবাসা তাকে উপজীব্য করেই সাজিয়েছি তার সমাধি। স্টেডিয়ামের মতো করেই এখানে পরিবেশটা তৈরি করার চেষ্টা ছিল। ক্যারিয়ারের পুরোটা সময় যে পরিবেশে বাবা ছিল, সেটাই ফুটিয়ে তোলোর চেষ্টা করেছি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post