স্পোর্টস ডেস্কঃ গেল বছরের জুনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ইয়ন মরগান। অফ ফর্ম আর ইনজুরির কারণে ৩৫ বছর বয়সে বিদায় বললেন ইংলিশদের বিশ্বকাপজয়ী অধিনায়ক। আন্তর্জাতিক অঙ্গন ছাড়লেও, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাচ্ছিলেন মরগান
তবে এবার সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন এই তারকা। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়ে দেন মরগান। তিনি মনে করেন এখনই সঠিক সময় অবসরের। আর সব বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
অবসর প্রসঙ্গে ৩৬ বছর বয়সী মরগান বলেন, ‘অত্যন্ত গর্বের সাথে আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। অনেক চিন্তা-ভাবনার পর… আমি বিশ্বাস করি যে এই খেলা থেকে দূরে সরে যাওয়ার এখনই সঠিক সময়, যা কিনা আমাকে বছরের পর বছর অনেক কিছু দিয়েছে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর দ্য হানড্রেডে খেলেছেন মরগান। এরপর টি-টেন ক্রিকেটে খেলেছেন। এর বাইরে সবশেষ দক্ষিণ আফ্রিকার নতুন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টিতে খেলেছেন। তবে এবার আর বাঁহাতি ব্যাটারকে দেখা যাবে না মাঠ মাতাতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post