স্পোর্টস ডেস্কঃ চেক রিপাবলিকের প্রাগে অনুষ্ঠিত উয়েফা কনফারেন্স লিগের শিরোপা জিতল ওয়েস্ট হাম ইউনাইটেড। ৪৩ বছরের শিরোপা খরা কাটিয়ে উচ্ছ্বাসের জোয়ারে ভাসল ইংলিশ ক্লাবটি। বুধবার রাতে নির্ধারিত সময়ের শেষ মিনিটে ফিওরেন্তিনার জালে বল পাঠালেন দলটির জ্যারড বোয়েন। তার এই গোলই গড়ে দিল ব্যবধান। ফাইনালে ২-১ গোলে জেতে ওয়েস্ট হাম।
তবে ম্যাচে হামলার শিকার হয়েছে ফিওরেন্তিনা অধিনায়ক ক্রিশ্চিয়ানো বিরাঘি। ইডেন অ্যারেনা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের প্রথমার্ধে ওয়েস্ট হাম সমর্থকদের স্ট্যান্ড থেকে ছোড়া বস্তুর আঘাতে আহত হন বিরাঘি। মাথায় আঘাত পাওয়ার পর তাঁর মাথা থেকে রক্তক্ষরণ শুরু হয়। কিছুক্ষণ খেলা বন্ধ রাখতে হয়।
প্রথমার্ধের সময় একটি কর্নার কিক মারতে যাওয়ার সময় ওয়েস্ট হাম সমর্থকরা বিপক্ষ দলের অধিনায়কের দিকে খালি বিয়ারের ক্যান ও অন্যান্য জিনিস ছুড়তে থাকেন। সেই বস্তুগুলো এসে মাথায় লাগে বিরাঘির। মাথা ফেটে রক্তপাত হতে থাকে। ঘটনার আকস্মিকতায় চমকে যায় সকলে। ছুটে আসেন দুই দলের ফুলবলাররা।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় স্টেডিয়ামের বাইরে থাকা একাধিক গাড়ি ভাঙচুর করছেন সমর্থকরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post