স্পোর্টস ডেস্ক:: তাকে দলে নেওয়া নিয়ে সমালোচনা হচ্ছিলো অনেক। প্রথম ওয়ানডেতে ব্যর্থতার পর সেই সমালোচনা আরো বাড়ে। তবুও কোচ-অধিনায়ক আস্থা রাখেন সৌম্যের উপর। দ্বিতীয় ওয়ানডেতেই সেই আস্থার প্রতিদান দিলেন তিনি। সমালোচনারও জবাব দিলেন ব্যর্থতার মিছিলে ফিফটি হাঁকিয়ে।
টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের ব্যাটাররা রীতিমতো যাওয়া-আসার মিছিল করছেন। একে একে ফিরে গেছেন বিজয়, শান্ত, লিটন, হৃদয়রা। দ্রুত চার উইকেট হারিয়ে বিপদে পড়া দলকে টানছেন সৌম্য সরকার। এক প্রান্ত আগলে রেখে ব্যাট করছেন তিনি। তুলে নিয়েছে দুর্দান্ত এক হাফ সেঞ্চুরি।
ব্যাটিংয়ে নামা টাইগাররা ইনিংসের পঞ্চম ওভারের প্রথম বলে দলীয় ১১ রানের মাথায় ওপেনার বিজয়কে হারায়। ১২ বলে ২রান করেছেন বিজয়।
দ্বিতীয় উইকেটে সৌম্যের সাথে অধিনায়ক শান্ত জুটি গড়ার চেষ্টা করেন। তবে তিনিও ফেরেন দ্রুত। ইনিংসের অষ্টম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৩৬ রানের মাথায় সাজ ঘরে ফিরেন তিনি ৯ বলে ৬ রানে।
অর্ধশতকের ঘরে পৌছার আগেই লিটন দাসকে হারায় বাংলাদেশ। দলীয় ৪৪ রানের মাথায় দশম ওভারের চতুর্থ বলে ১১ বলে ৬ রান করে প্যাভেলিয়নের পথ ধরেন তিনি।
চতুর্থ উইকেটে জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করছেন সৌম্য সরকার ও তাওহীদ হৃদয়। তবে তাদের জুটিও বেশি দূর যেতে পারেনি। সৌম্যে রেখে হৃদয়ও দ্রুত প্যাভেলিয়নের পথ ধরেন। ইনিংসের ১৭তম ওভারের পঞ্চম বলে দলীয় ৮০ রানে ৬ বলে ১২ রান করে ফিরেন তিনি।
৫৮ বলে ৯ চারে ফিফটি হাঁকানো সৌম্য সরকার অপরাজিত আছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২২.১ ওভারে ৪ উইকেটে ৯৯ রান। ৫১ রানে সৌম্য ও ১১ রানে মুশফিক অপরাজিত আছেন।
বাংলাদেশ একাদশ : লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ
নিউজিল্যান্ড একাদশ : উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, হেনরি নিকোলস, টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, মার্ক চাপম্যান, জশ ক্লার্কসন, এডাম মিলনে, আদিত্যে আশোক, জ্যাকব ডাফি ও উইলিয়াম ওরোরকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post