নিজস্ব প্রতিবেদকঃ চলতি বিপিএলে সর্বনিন্ম রানের লজ্জার স্কোর গড়ে অলআউট চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাত্র ৭২ রানে গুঁটিয়ে গিয়েছে চট্টলার দল। দলটির পাঁচ ব্যাটারই ডাক মেরেছেন। জিততে হলে কুমিল্লাকে করতে হবে মাত্র ৭৩ রান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ইনিংসের প্রথম ওভারেই ডাক মেরে ফিরেছেন ইনফর্ম ওপেনার তানজিদ হাসান তামিম।
এরপর ২১ রানে দ্বিতীয় উইকেট হারায় চট্টগ্রাম। কোনো ব্যাটারই ক্রিজে ভালো করে দাঁড়াতে পারছিলেন না। টম ব্রুস এক প্রান্তে কিছুটা দাঁড়িয়েছিলেন। তবে বাকিরা চরম ব্যর্থ হয়েছেন। যার ফলে শেষ পর্যন্ত ১৬.৩ ওভারে মাত্র ৭২ রানে অলআউট হয়ে পড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
দলের পক্ষে ২০ বলে ৪ বাউন্ডারিতে সর্বোচ্চ ২৭ রান করেন ব্রুস। এর বাইরে একজন মাত্র ব্যাটার ব্যক্তিগত রানের খাতা কোনোমতে দুই অঙ্কে নিতে পেরেছেন। বাকিরা সবাই ব্যর্থ। পাঁচ জন ব্যাটারই কোনো রান না করে প্যাভিলিয়নের পথ ধরেছেন।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে আরও একবার দুর্দান্ত বোলিং করেছেন তানভীর ইসলাম ও আলিস আল ইসলাম। ৪ ওভারে ১ মেইডেনসহ মাত্র ১৩ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন এই বাঁহাতি স্পিনার। এক মেইডেনসহ ১৪ রান খরচায় ২ উইকেট শিকার করেছেন আলিস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post