নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের নবম আসরে সর্বোচ্চ রানের ‘রেকর্ড’ গড়ে টানা চতুর্থ জয় তুলে নিলো সিলেট স্ট্রাইকার্স। মাশরাফীর দল ৬২ রানের বড় ব্যবধানে হারিয়েছে নাসির হোসেনের ঢাকা ডমিনেটর্সকে।
টস হেরে ব্যাট করতে নামা সিলেট তৌহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ে ২০১ রান তুলে। জবাবে খেলতে নামা ঢাকা ডমিনেটর্স ১৩৯ রান তুলতেই গুটিয়ে যায়।
২০২ রানের টার্গেটে খেলতে নামা ঢাকা শুরুতেই উইকেট হারায়। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে ওপেনার শেহজাদকে তুলে নেন অধিনায়ক মাশরাফী। দলীয় ১০ রানে প্রথম উইকেট হারায় ঢাকায়। ৩ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি এই ওপেনার।
অধিনায়কের পর পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির আরেক ওপেনার দিলশানকেও দ্রুত পাঠান সাজঘরে। ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বলে দলীয় ১৬ রানে দ্বিতীয় উইকেট হারায় নাসিরের দল। ১২ রান করেন এই ওপেনার।
নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ঢাকা। ব্যাট হাতে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন মোহাম্মদ মিঠুন ও অধিনায়ক নাসির হোসেন। চতুর্থ উইকেটে দু’জনে যোগ করেন ৭৭ রান। দলীয় দলীয় ১০৭ রানে মিঠুনের বিদায়ে ভাঙে তাদের জুটি। এরপর দ্রুতই গুটিয়ে যায় ঢাকা। ইনিংস সর্বোচ্চ ৪৪ রান করেন অধিনায়ক নাসির হোসেন। ৩৫ বলের ইনিংসে পাঁচটি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করেন মিঠুন। তিন চার ও দুই ছক্কায় ২৮ বলের ইনিংসটি সাজান তিনি। এক অঙ্কের কোটা পেরুতে পারেননি অন্য কোনো ব্যাটার। ১৯.৩ ওভারে ঢাকা গুটিয়ে যায় ১৩৯ রানে।
সিলেট স্ট্রাইকার্সের হয়ে মাশরাফী, আমির ও ওয়াসিম ২টি করে উইকেট লাভ করেন।
টস হেরে ব্যাট করতে নামা সিলেট স্ট্রাইকার্সও শুরুতেই হোঁচট খায়। দলীয় ১৭ রানে ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে ওপেনার মোহাম্মদ হারিস ফিরেন সাজঘরে। তাসকিনের বলে মিঠুনের হাতে বন্দী হওয়ার আগে ৬ বলে ৬ রান করেন তিনি।
দ্রুত ওপেনারকে হারালেও দ্বিতীয় উইকেটে শান্ত ও হৃদয়ের ৮৮ রানের জুটিতে এবারের বিপিএলের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার পূঁজি পায় সিলেট। দলীয় ১০৫ রানে শান্তর বিদায়ে ভাঙে জুটি। ১২তম ওভারের দ্বিতীয় বলে ফেরার আগে শান্ত সাত চার ও দুই ছক্কায় ৩৯ বলে ৫৭ রান করেন।
বিপিএলের শুরুতেই দুর্দান্ত ফর্মে থাকা তৌহিদ হৃদয় এদিন খেলেন ক্যারিয়ার সেরা ইনিংস। ৮৪ রানের ঝলমলে ইনিংস খেলে টানা তিন ম্যাচেই ফিফটি তুলে নেন। পাঁচটি করে চার ও ছক্কায় ৪৬ বলের ইনিংসটি সাজান তিনি। এছাড়াও ১১ রান করেন পেরেরা। ১০ রান করেন জাকির হাসান। সিলেট ৮ উইকেটে ২০১ রান তুলে।
ঢাকার হয়ে আল আমিন হোসেন ৩টি ও তাসকিন ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০
Discussion about this post