নিজস্ব প্রতিবেদকঃ অবশেষে প্রথম উইকেটের দেখা পেল বাংলাদেশ দল। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দশম ওভারে এসে নাসুম এনে দিলেন ব্রেক থ্রু। ফিল সল্টকে ফিরিয়ে ভেঙেছেন জস বাটলারের সাথে ৮০ রানের উদ্বোধনী জুটি।
নাসুম নিজের চতুর্থ ও শেষ ওভারের শেষ বলে কট বিহাইন্ড করে ফেরান সল্টকে। উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেন সল্ট, যার ফলে নেন রিভিউ। তবে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। নাসুমের বলেই নাসুমের ক্যাচ মিসে এক বার জীবন পাওয়া এই ডানহাতি ব্যাটার ৩৫ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ৩৮ রান করে ধরেছেন প্যাভিলিয়নের পথ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ইংলিশদের সবশেষ সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৮৪ রান। বাটলার ২৭ বলে ৩৯ ও সদ্য উইকেটে আসা ডেভিড মালান ৪ বলে ২ রান করে অপরাজিত আছেন।
এর আগে পাওয়ার প্লে’তে উড়ন্ত শুরু পায় ইংল্যান্ড দল। সফরকারীরা পাওয়ার প্লে’র মধ্যে কোনো উইকেট না হারিয়ে ৫১ রান সংগ্রহ করে। সাগরিকায় শুরু থেকেই আক্রমণাত্বক দুই ওপেনার জস বাটলার ও ফিল সল্ট। দুজনই তেড়ফুড়ে খেলতে থাকেন টাইগার বোলারদের উপর। পাওয়ার প্লে’র একেবারে শেষ ওভারে প্রথম উইকেটের সুযোগ পায় স্বাগতিকরা। তবে ক্যাচ মিসে সেটি আর সম্ভব হয়নি।
একেবারে শেষ ওভারে নাসুম নিজের দ্বিতীয় ওভার করতে আসলে, প্রথম বলেই ক্যাচ তুলে নেন ফিল সল্ট। তবে নিজের বলে নিজেই ক্যাচ নিতে ব্যর্থ হন নাসুম। যদিও খানিকটা কঠিন ছিল সেটি। তবে এরপরের সুযোগ মিস একেবারে বড় দুঃশ্চিন্তার কারণ। কেননা জস বাটলারের ক্যাচ মিস করেছেন খোদ সাকিব আল হাসান।
নাসুমের একই ওভারের চতুর্থ বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন বাটলার। তবে মিড অনে ইংলিশ অধিনায়কের একেবারে সহজ ক্যাচটি লুফে নিতে ব্যর্থ হন বাংলাদেশ অধিনায়ক সাকিব। বড় জীবন পেয়ে বড় ইনিংস খেলতে যাচ্ছেন বাটলার। ধীরে ধীরে টাইগারদের গলার কাঁটা হয়ে দাঁড়াচ্ছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post