স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে লুটন টাউনের বিপক্ষে অনায়াস জয় পেয়েছে আর্সেনাল। বুধবার রাতে গানাররা জিতেছে ২-০ গোলে। তাতে শীর্ষস্থান হারানোর তিন দিনের মধ্যেই আবার চূড়ায় ফিরল তারা।
লিগে টানা আট জয়ের পর গত রোববার ম্যানচেস্টার সিটির মাঠে গোলশূন্য ড্র করে দ্বিতীয় স্থানে নেমে যায় আর্সেনাল। তিন দিনের মধ্যেই শীর্ষে ফিরল তারা। ৩০ ম্যাচে ২১ জয় ও পাঁচ ড্রয়ে তাদের পয়েন্ট ৬৮। লিভারপুলের পয়েন্ট ৬৭, অবশ্য একটি ম্যাচ কম খেলেছে তারা।
বৃহস্পতিবার শেফিল্ড ইউনাইটেডকে হারাতে পারলেই ফের শীর্ষে উঠে যাবে লিভারপুল। লুটন ৩১ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে রয়েছে অবনমনের তালিকায়। বুধবার অ্যামিরেটস স্টেডিয়ামে মার্টিন ওডেগোর আর্সেনালকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ হয় লুটনের আত্মঘাতী গোলে।
লুটনের বিপক্ষে হারলে শিরোপার দৌড়ে কিছুটা ছিটকে যেত আর্সেনাল। কিন্তু ওডেগার্ডের গোল আর ডাইকি হাশিওকার ভুল জয় এনে দিল তাদের। ঘরের মাটে দুটি গোলই তারা পায় ম্যাচের প্রথমার্ধে। ২৪ মিনিটে ওডেগার্ড লক্ষ্যভেদ করেন, ৪৪ মিনিটে আত্মঘাতী গোল করেন হাশিওকা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post