স্পোর্টস ডেস্কঃ যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হেরে যাওয়ার পর ম্যাচ শেষে উইকেটের ওপর দোষ চাপিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ঘরের মাঠে ভালো উইকেটে খেলতে না পারায় যুক্তরাষ্ট্রে সঙ্গে এমন অঘটন হয়েছে বলে জানান বাংলাদেশের অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটে গতকাল প্রথমবারের মতো বাংলাদেশ-যুক্তরাষ্ট্র মুখোমুখি হয়েছিল। হিউস্টনে প্রথম দেখায় ৫ উইকেটের ঐতিহাসিক জয় পায় স্বাগতিক যুক্তরাষ্ট্র। গতকাল প্রথমে ব্যাট করে হৃদয়ের ফিফটিতে ৬ উইকেটে ১৫৩ রান করে বাংলাদেশ। পরে সেই লক্ষ্য ৩ বল হাতে রেখেই জয় পায় যুক্তরাষ্ট্র। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানের জয় পেলেও বাংলাদেশের ব্যাটিং ছিল হতশ্রী।
এদিকে বেশ ঘটা করেই বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব দেয়া হয়েছিল শান্তর হাতে। শুরুটা ভালো করলেও সাম্প্রতিক সময়ে নিজের ব্যাটিং নিয়ে ক্রমাগত সমালোচনার শিকার হচ্ছেন জাতীয় দলের এই অধিনায়ক। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে নিজের ব্যাটিং স্ট্রাইকরেট নিয়ে ভুগতে হচ্ছে শান্তকে। ব্যাট হাতে রানটাও অবশ্য পাচ্ছেন না তিনি। শান্তর এমন বাজে ব্যাটিং পারফরম্যান্সের কারণে তাকে বিশ্রামে রাখার পক্ষপাতী দেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। শান্তর বদলে বিকল্প হিসেবে তানজিদ হাসান তামিমের কথাও তুলেছেন তিনি। সঙ্গে শান্ত না থাকা অবস্থায় অধিনায়ক হিসেবে আশরাফুলের ভরসা সাকিব আল হাসান।
সম্প্রতি দেশের প্রথমসারির এক ক্রীড়া গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আশরাফুল বলেন, ‘শান্ত নিজে থেকে দুইটা ম্যাচ বিশ্রাম নিয়ে অন্য কাউকে সুযোগ দিতে পারে। রাতারাতি একাদশে পরিবর্তন আনার পক্ষে আমি না। তারপরও আমার মনে হয় তানজিদ তামিমকে নিয়ে আসতে পারি। ম্যানেজমেন্ট সাহস করতে পারছেন না যেহেতু, ৭ ব্যাটার নিয়েই খেলবেন। সেহেতু একটাই পরিবর্তন হতে পারে- শান্তর জায়গায় তামিমকে আনা।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post