স্পোর্টস ডেস্কঃ শুক্রবার ভারতের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেক ঘটে তানজিম হাসান সাকিবের। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই পেসার আন্তর্জাতিক অঙ্গনে পা রাখার শুরুতে নিজের অভিষেক ক্যাপ গ্রহণ করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কাছ থেকে।
আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ম্যাচে খেলতে নেমেই রোহিত শর্মার মতো ব্যাটারকে ভড়কে দিয়েছেন সাকিব। নিজের প্রথম ওভারে দুর্দান্ত এক ডেলিভারিতে রোহিতকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন তরুণ এই পেসার। নিজের পরের ওভারে বোকা বানিয়েছেন তিলক ভার্মাকে। নতুন বলে রীতিমতো চমক দেখিয়েছেন তিনি।
অভিষেকে দ্যুতি ছড়ানো সাকিবকে পেস বোলিংয়ে ভবিষ্যত তারকা হিসেবে দেখছেন ভারতের ক্রিকেটার দীনেশ কার্তিক। ক্রিকবাজের সাথে আলাপকালে সাকিব বাংলাদেশের বোলিংয়ের ভবিষ্যত সুপারস্টার হবে কিনা এমন প্রশ্নের জবাবে কার্তিক বলেন, ‘হ্যাঁ, দেখে মনে হচ্ছে এই বোলারের (তানজিম হাসান সাকিব) ভবিষ্যত আছে। শেখ মেহেদী এবং তানজিম উভয় অদূর ভবিষ্যতে দারুণভাবে ভূমিকা রাখবে।’
কার্তিক আরও বলেন, ‘তালিকায় হাসান মাহমুদও আছে। সে একজন সলিড বোলার, সবশেষ ম্যাচে খেলেছে। তার মাঝে স্কিল আছে। বাংলাদেশের দুজন তরুণ বোলার আছে একজন নতুন বলে আরেকজন পুরাতন বলে খুবই ভালো। অদূর ভবিষ্যতে তাদের দিয়ে দুই জায়গাই পূরণ করতে পারবে।’
চলতি এশিয়া কাপে ৫ ম্যাচ খেলেছে বাংলাদেশ। চোটের কারণে দলে নেই নির্ভরযোগ্য ব্যাটার তামিম ইকবাল। লিটন দাসও শুরুতে খেলেন নি। তবে যারা খেলেছেন তাদের মধ্যে কেউই সেভাবে ধারাবাহিক ছিলেন না। কার্তিক জানান, বাংলাদেশের এখন ব্যাটিংয়ে মনযোগ দিতে হবে, ‘বাংলাদেশের ভালো পেস বোলিং এবং স্পিন অ্যাটাক আছে। এখন শুধু ব্যাটিংয়ে রান করতে হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post