স্পোর্টস ডেস্ক:: সাকিব আল হাসান সাউথ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টে খেলতে চেয়ে পারেননি। কানপুর টেস্টের আগে সাকিব ঢাকায় প্রোটিয়াদের শেষ টেস্ট খেলতে চেয়ে ছিলেন। সাউথ আফ্রিকা যখন ঢাকায় অনুশীলন করছিলো, মিরপুর একাডেমির বাইরে তখন সাকিব বিরোধী বিক্ষোভ চলছিলো।
ঢাকায় এসে সাকিব বিরোধী বিক্ষোভ দেখেছে প্রোটিয়ারা। দলের এমন টালমাটাল পরিস্থিতিতে ঢাকা টেস্টের ফলাফল পক্ষে আসেনি। ঘরের মাঠেই বড় ব্যবধানে সিরিজের প্রথম টেস্ট হারে বাংলাদেশ। এবার চট্টগ্রাম টেস্ট শুরুর আগে আবারো বাংলাদেশ দলের পরিস্থিতি ঘোলাটে। অধিনায়কত্ব ছাড়ার ইচ্ছে প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
চট্টগ্রাম টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে তাইজুল ইসলামের অধিনায়ক হওয়ার আগ্রহ প্রকাশ সেই পরিস্থিতি আরো ‘জঠীল’ করেছে। এসব ইস্যু নিয়েই সংবাদ সম্মেরনে কথা বলতে হলো সাউথ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করামকে। সফরকারী অধিনায়ক জানিয়েছেন, তারা অবশ্য মাঠের বাইরের এসব বিষয়ে মনযোগী নয়। মাঠেই তাদের নজর। সঙ্গে বলেছেন, এ রকম পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া কোনো দলের জন্যই প্রত্যাশিত নয়। মার্করাম বলেন ‘পারফরম্যান্সের নিশ্চয়তা দেওয়া যায় না। তবে পরিবেশটা অন্তত ঠিক রাখা যায়। বাংলাদেশ দল এখন যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তা দুর্ভাগ্যজনক।’
ঢাকা টেস্ট জয়ে দারুণ আত্মবিশ্বাসী সাউথ আফ্রিকা। দশ বছর পর উপমহাদেশে টেস্ট জেতা প্রোটিয়াদের লক্ষ্য এবার চট্টগ্রাম টেস্ট জেতা। অধিনায়ক মার্করাম বলেন, ‘অবশ্যই এটা আমাদের ড্রেসিংরুমে আনন্দের একটা মুহূর্ত হয়ে এসেছে। একটা ভালো দল সব সময় জয়ের ধারাবাহিকতা ধরে রাখার পথ খোঁজে এবং এই টেস্টে (চট্টগ্রাম) আমরা সে জন্যই ঝাঁপিয়ে পড়ব।’ দক্ষিণ আফ্রিকান অধিনায়ক অবশ্য তাঁর কথায় ঘরের মাঠের বাংলাদেশের প্রতি একটু সমীহও মিশিয়ে দিলেন, ‘আমরা সব সময়ই প্রতিপক্ষের প্রশংসা করি, বিশেষ করে বাংলাদেশ যখন নিজেদের কন্ডিশনে খেলে। কোনো সন্দেহ নেই, এটা আমাদের জন্য কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে।’
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামিকাল থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্টটি। সাগরিকার উইকেটে ব্যাটসম্যানদের কাছে রান প্রত্যাশা করে সফরকারী অধিনায়ক বলেন, ‘আমি চাই ওরা রান করুক। প্রত্যেক ব্যাটসম্যানেরই নিজের শক্তিকে কাজে লাগানোর নিজস্ব উপায় থাকে। তারা নিশ্চয়ই বাংলাদেশের বোলারদের চাপে ফেলার উপায় বের করে নেবে, যেটা রান করার কাজটা সহজ করে তুলবে। ব্যাটিংটা নিয়ে আমরা কথা বলেছি। আমাদের সেরা ৬ ব্যাটসম্যানই দলের জন্য অবদান রাখতে উম্মুখ হয়ে আছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০