নিজস্ব প্রতিবেদকঃ ১০৫ বল হাতে রেখে ৭ উইকেটের জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখলো পাকিস্তান। বাংলাদেশকে টানা ষষ্ঠ হারের তিক্ত স্বাদ দিয়ে চার ম্যাচ পর জয়ে ফিরলো বাবর আজমের দল। এদিকে মঙ্গলবার লজ্জার হারে বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক বিদায় নিশ্চিত হয়ে গেছে সাকিব আল হাসানদের।
হতাশার এই পারফরম্যান্স নিয়ে ম্যাচ শেষে কথা বলেছেন অধিনায়ক সাকিব। পুরস্কার বিতরণী মঞ্চে নিজেদের ব্যাটিং ইউনিট নিয়ে সাকিব বলেন, ‘যথেষ্ট রান হয়নি, উইকেট সত্যিই ভালো ছিল। শুরুর দিকে আমরা আজও উইকেট হারিয়েছি। কিছু জুটি হয়েছিল, কিন্তু সেগুলো বড় হয়নি। ব্যাট হাতে যা হতাশাজনক। এটা (ব্যাটিং পজিশন) নিয়ে আমাদের ভাবতে হবে। টপ চার ব্যাটসম্যানের কাছ থেকে আমরা বেশি রান পাচ্ছি না। আমিও উপরে ব্যাটিং করেছি। কিন্তু আমিও রান করছিলাম না। বুঝতেই পারছেন, আমার আত্মবিশ্বাসও ভালো জায়গায় ছিল না।’
সাকিব আরও বলেন, ‘আমরা বেশি কিছু জিনিস ইচ্ছের বিরুদ্ধে গিয়ে করেছি কিন্তু সেগুলো আমাদের কাজে আসেনি। এই মুহূর্তে আমাদের সবাইকে পারফর্ম করতে হবে, যা আমরা করতে পারছি না। আমরাও এই প্রশ্নের উত্তর খুঁজছি কিন্তু পাচ্ছি না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post