নিজস্ব প্রতিবেদকঃ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) শেষ মূহুর্তে ডাক পেয়েছেন লিটন দাস। বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটারকে দলে ভিড়িয়েছে গল টাইটান্স। যেখানে ইতিমধ্যেই খেলছেন সাকিব আল হাসান ও মোহাম্মদ মিঠুন। এর মধ্যে সাকিব নিয়মিতই মাঠ মাতাচ্ছেন। তবে এখনও সুযোগ পাননি মিঠুন।
এলপিএল খেলতে শনিবার দেশ ছেড়েছেন লিটন দাস। এই তারকা ব্যাটার শ্রীলঙ্কার কলম্বোর উদ্দেশ্যে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন।
লিগ পর্বে আর মাত্র ২টি ম্যাচ বাকি আছে গল টাইটান্সের। বর্তমানে ৬ ম্যাচে মাত্র দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে দলটি। তবে এখনও সুযোগ আছে প্লে-অফে খেলার। আর সেই সুযোগ কাজে লাগাতেই বাংলাদেশি তারকাকে তড়িঘড়ি করে উড়িয়ে নিয়ে যাচ্ছে গল।
শেষ মূহুর্তে ভাগ্য বদলের আশায় ফ্র্যাঞ্চাইজিটি মাঠে নামবে রোববার। বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংসের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়। এই ম্যাচ দিয়েই লিটনকে মাঠে দেখা যেতে পারে। এর বাইরে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে মঙ্গলবার রাত ৮টায় কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে খেলবে গল টাইটান্স। প্লে-অফে যেতে হলে এই দুই ম্যাচে জয়ের বিকল্প নেই ফ্র্যাঞ্চাইজিটির কাছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post