স্পোর্টস ডেস্ক:: মাগুরায় যেনো ক্রিকেটারদের হাট বসেছে। জাতীয় দলের তারকায় মুখরিত মাগুরা। এবার সেখানে গেলেন নির্বাচনের প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা।
নড়াইল থেকে মাশরাফী দ্বিতীয়বারের মতো সংসদ নির্বাচন করছেন। কিন্তুু নিজের নির্বাচনী এলাকা ছাড়িয়ে সাবেক সতীর্থ মাকিবের নির্বাচনী প্রচারণায় বৃহস্পতিবার তিনি মাগুরায় গিয়েছেন।
সৌম্য, সাব্বির, রনি, মোসাদ্দেক-রুবেলররা বেশ কয়েক দিন থেকেই মাগুরায় নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন সাকিবের পক্ষে। প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে প্রার্থী হয়েছেন সাকিব।
বৃহস্পতিবার মাশরাফী বিন মোর্ত্তজা মাগুরায় যান। সাকিবকে সঙ্গে নিয়ে তিনি নৌকায় ভোট চান। এসময় তার সঙ্গে জাতীয় দলের অন্য ক্রিকেটাররাও উপস্থিত ছিলেন।
আগামি ৭ জানুয়ারি রোববার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্টিত হবে।জাতীয় দলের ক্রিকেটার সাকিব মাগুরা থেকে আওয়ামীলীগের প্রার্থী হয়েছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post