স্পোর্টস ডেস্কঃ ব্যক্তিগত প্রয়োজনে তাৎক্ষনিকভাবেই অস্ট্রেলিয়ায় যাচ্ছেন বাংলাদেশের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে। শ্রীলঙ্কার সাবেক এই ক্রিকেটার দীর্ঘদিন ধরেই পরিবার নিয়ে থিতু সিডনিতে। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে সিলেটে বিশাল ব্যবধানে হেরে পিছিয়ে আছে বাংলাদেশ। চট্টগ্রাম দ্বিতীয় টেস্ট শুরু শনিবার।
এদিকে চট্টগ্রাম টেস্টে লঙ্কানরা পাচ্ছে না পেস বোলার কাসুন রাজিথাকে। আর এই টেস্ট দিয়ে জাতীয় দলে ফেরার অপেক্ষায় আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। আজ (বুধবার) এক বিবৃতিতে রাজিথার ছিটকে যাওয়ার তথ্য নিশ্চিত করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। এর আগে প্রথম টেস্টে লঙ্কানদের বড় জয়ে দারুণ ভূমিকা ছিল রাজিথার। সিলেট টেস্টের প্রথম ইনিংসে ৩ উইকেট শিকারের পর পরের ইনিংসে তিনি শিকার করেন ৫ উইকেট। ফলে বাংলাদেশকে ৩২৮ রানের বড় ব্যবধানে হারানোর পথে রাজিথা লঙ্কানদের অন্যতম সেরা বোলার ছিলেন। ইতোমধ্যে তার পরিবর্তে আরেক পেসার আসিথা ফার্নান্দোকে দলে নিয়েছে শ্রীলঙ্কা।
বিবৃতিতে এসএলসি বলছে, পিঠের ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টে কাসুন রাজিথা খেলতে পারবেন না। তার পরিবর্তে আসিথা ফার্নান্দোকে দলে নেওয়া হয়েছে। দেশে ফিরে যাবেন রাজিথা, সেখানে তার চোটের পুনর্বাসন শুরু হবে। এদিকে চট্টগ্রামে প্রধান কোচ হাথুরুসিংহেকে পাচ্ছে না বাংলাদেশ দল। ব্যক্তিগত কারণে চট্টগ্রাম টেস্টে দলের সঙ্গে থাকতে পারছেন না তিনি। তাঁর অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার কথা জানিয়ে আজ সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি। হাথুরুসিংহের জায়গায় সহকারী কোচ নিক পোথাস দায়িত্ব পালন করবেন। অন্যদিকে এক বছর পর এই টেস্ট দিয়ে দলে ফিরতে যাচ্ছেন সাবেক অধিনায়ক সাকিব। ব্যক্তিগত কারণে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ থেকে সাকিব নিজেকে সরিয়ে নিয়েছিলেন। পুরো সিরিজই খেলার কথা ছিল না তার। কিন্তু সপ্তাহ খানেক আগে সাকিব নিজ থেকে নির্বাচক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসকে জানান চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট খেলতে চান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post