স্পোর্টস ডেস্ক:: সামনেই এশিয়া কাপ ও বিশ্বকাপ। বাংলাদেশের এশিয়া কাপের আনুষ্ঠানিকতা শুরু হলো। শনিবার বাংলাদেশ দল সংবাদ সম্মেলন করেছে। রোববার দুপুরে উড়াল দেবে লঙ্কার উদ্দেশ্যে।
দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাকিব জানিয়েছেন, তার ভাবনাতে এখন কেবল এশিয়া কাপ। বিশ্বকাপ নিয়ে ভাববেন পরে। তিনি বলেন ‘এখন সবকিছুতেই এশিয়া কাপের ভাবনা। আরও ছোট করে বলতে গেলে, আফগানিস্তান ও শ্রীলঙ্কা নিয়ে ভাবছি। বিশ্বকাপেরটা পরে ভাবা যাবে।’ অন্য এক প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ‘দুটি আলাদা টুর্নামেন্ট। এশিয়া কাপে ভালো করলে বিশ্বকাপ ভালো হয়ে যাবে, এমন নয়। খারাপ করলেও খারাপ হয়ে যাবে না।’
দলের সঙ্গে মিটিংয়ে খুব বেশি আলাপ হয়নি জানিয়ে তিনি বলেন,‘আমার খুব বেশি একটা কথা বলতে হয়নি। আমাদের দলে যাঁরা আছেন, বেশির ভাগকেই আমি অনেক দিন ধরে চিনি। বেশির ভাগই আমার অধীনে খেলেছেন, না হয় আমি তাঁদের অধীনে খেলেছি। মানিয়ে নেওয়ার ব্যাপারটা যে কঠিন হবে, তা আমার মনে হয় না।’
বিশ্বকাপে ভালো করার সম্ভাবনা আছে জানিয়ে সাকিব বলেন ‘বিশ্বকাপ…যদিও অনেক অল্প বয়স ছিল। এখন যেহেতু অনেক বড় একটা অভিজ্ঞতা আছে, সেদিক থেকে অনেক ভালো একটা দল। আমাদের ভালো করার সম্ভাবনাটাও অনেক বেশি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post