স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে স্বপ্নের অভিষেক তানজিম হাসান সাকিবের। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই পেসার ভারতের বিপক্ষে আজ অভিষেক ম্যাচ খেলতে নামেন। আর অভিষেকেই দারুণ বল করেছেন সাকিব। এশিয়া কাপের সুপার ফোর পর্বে নিজেদের শেষ ম্যাচটি খেলছে বাংলাদেশ।
নিয়মরক্ষার ম্যাচে ভারতের বিপক্ষে আগে ব্যাট করে ২৬৫ রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাব দিতে নামা ভারত তোপের মুখে পড়ে সাকিবের। ডানহাতি এই পেসার প্রথম ওভারেই ফেরান ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। কাভারে এনামুল হকের হাতে ক্যাচ তিনি।
সাকিব এরপর ফেরান তিলক বর্মাকেও। অভিষেকের প্রথম ২ ওভারে ২ উইকেটের দেখা পান এই পেসার। রোহিতের পর ফেরান তিলককে। ভারত পড়ে চাপে। যদিও সেই চাপ অনেকটা সামাল দিয়ে যাচ্ছেন শুভমান গিল ও কেএল রাহুল। ইতোমধ্যে পঞ্চাশোর্ধ রানের জুটি গড়েছেন দুজন।
১৫ ওভারে ২ উইকেট হারিয়ে ভারত তুলেছে ৭১ রান, রাহুল ও গিলের জুটি অবিচ্ছিন্ন ৫৪ রানে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post