নিজস্ব প্রতিবেদকঃ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। বুধবার চট্টগ্রামে লঙ্কানদের দেয়া ২৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।
আগে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় শ্রীলঙ্কা। দুই ওপেনার পাতুম নিশাঙ্কা ও আভিস্কা ফার্নান্ডো মাত্র ১০ ওভারেই ৭১ রান তুলে ফেলেন। দশম ওভারের পঞ্চম বলে প্রথম আঘাত হানেন তানজিম সাকিব। ৩৩ বলে ৩৩ রান করা আভিস্কাকে সাজঘরে পাঠান তিনি।
দ্বিতীয় আঘাতটাও হানেন সাকিবই। দ্বাদশ ওভারে বল করতে এসে প্রথম বলেই শিকার করেন ভয়ঙ্কর নিশাঙ্কাকে। তানজিমের শট বলে পুল করেছিলেন নিশাঙ্কা। তবে শট খেলে ফেলেন বেশ আগেই। ব্যাটের একদম নিচের কানায় লেগে ক্যাচ চলে যায় সৌম্যর কাছে। ২৮ বলে ৫ চার ও ১ ছয়ে ৩৬ রান করেন তিনি।
ত্রাস হয়ে ওঠা সাকিব নিজের করা পরের ওভারে ফেরান সাদিরা সামারাবিক্রমাকেও। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এসে মুশফিকুর রহিমও সাকিবের ওই ৩ উইকেটের মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে এটিতে ম্যাচের টার্নিং পয়েন্ট বলে চিহ্নিত করেন। মুশফিক বলেন, ‘সাকিব (তানজিম) পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। টার্নিং পয়েন্ট সেটিই। তিনটা উইকেট ভালো সময়ে নিয়েছে। পরে তাসকিন, শরীফুলরাও ভালো করেছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post