স্পোর্টস ডেস্ক:: সাকিব আল হাসান তৃতীয় দফায় সফল হলেন। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ের ছাড়পত্র পেয়েছেন তিনি। আগের দু’বার বোলিং অ্যাকশনের পরীক্ষায় ফেল করেছিলেন, তৃতীয় দফা পাস করেছেন তিনি। তার বোলিং অ্যাকশনকে বৈধ বলে রায় দিয়েছে ইংল্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রিপোর্ট।
কাউন্টির এক ম্যাচে গত বছর সেপ্টেম্বরে প্রথম সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। ইংল্যান্ডের কাউন্টিতে সারের হয়ে বোলিং করতে গিয়ে অ্যাকশন নিয়ে প্রশ্নবিদ্ধ হন তিনি। বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড সাকিবের বোলিংয়ের নিষেধাজ্ঞা প্রদান করেন।
আম্পায়ারদের সন্দেহের পর সাকিব পরীক্ষায় বসেন। লাফবোরোর ল্যাবেই প্রথমবারে বোলিংয়ের পরীক্ষা দেন সাকিব। তবে পাস করতে পারেননি। এরপর বোলিং অ্যাকশন নিয়ে কাজ করে দ্বিতীয়বার পরীক্ষা দেন ভারতের চেন্নাইয়ে। সেখানেও ফেল করে বসেন। মিলেনি বোলিংয়ের অনুমতি। সর্বশেষ তৃতীয়বার পরীক্ষা দিলেন সেই লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে। এবার পাস করেছেন। ফলাফল পক্ষে আসায় আবারো বল করতে পারবেন তিনি।
লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে সাকিবের বোলিং অ্যাকশনের সর্বশেষ পরীক্ষা হয়েছে গত ৯ মার্চ। তৃতীয় দফায় বোলিং পরীক্ষায় সাকিব মোট ২২টি ডেলিভারি দিয়েছিলেন। যার প্রায় সবই ত্রুটিমুক্ত। , বোলিংয়ের পরীক্ষা দেয়ার জন্য ২৭ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডে থাকছেন সাকিব। লন্ডনের কেনিংটন ওভালের কাছের এক হোটেলে প্রায় দুই সপ্তাহ সারে দলের সঙ্গে অনুশীলন করেছেন কিয়া ওভালে। সেই অনুশীলনে সাকিবকে সব ধরনের সহযোগিতা করেছে সারে। প্র্যাকটিস উইকেট, বিশেষজ্ঞ কোচ, জিমনেসিয়াম- সব সুযোগ-সুবিধাই সাকিব পেয়েছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০