স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে বৃহস্পতিবার মাঠে নামছে বাংলাদেশ। স্বাগতিক ভারতের বিপক্ষে টাইগারদের ম্যাচটি হবে মহারাষ্ট্রের পুনেতে। এই ম্যাচে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান খেলবেন কিনা সেটার নিশ্চয়তা নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা সবশেষ ম্যাচে চোট পান বিশ্ব সেরা অলরাউন্ডার। ফলে নিশ্চিত নয় তাঁর খেলা।
এদিকে সাকিবের মতো পারফর্মারকে নিয়ে ভাবতে চায় না ভারত। ম্যাচের আগেরদিন দলটির বোলিং কোচ পরশ মামব্রে জানিয়েছেন, ভারতের বিপক্ষে সাকিব খেলল কি খেলল না সেটা নিয়ে তাদের মাথাব্যথা নেই। পরশ আজ সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা জানি সে (সাকিব) ভালো খেলোয়াড়, সে বাংলাদেশের পক্ষে ভালো খেলেছে। সে চ্যাম্পিয়ন খেলোয়াড়। সে কার্যকর। সে দলের জন্য ব্যাট করে। বল করলে পাওয়ার প্লেতে বল করে। সে মানসম্পন্ন বোলার। তাকে সেই কৃতিত্ব দিতে হবে। কিন্তু আমাদের জন্য সত্যিই ম্যাটার করে না। আমরা নির্দিষ্ট দিনে প্রস্তুতি, প্রয়োগ ও পরিকল্পনার উপর জোর দেই। এছাড়া কিছু না।’
পরশ আরও বলেন, ‘আমাদের জন্য ব্যাপারটা হলো, ওই দিনটিতে আমাদের প্রস্তুতির দিক থেকে ও প্রয়োগের দিক আমরা কেমন করছি। আমাদের তো ম্যাচ পরিকল্পনা আছে। আমরা যদি আমাদের পরিকল্পনার সর্বোচ্চ বাস্তবায়ন করতে পারি, তাহলে ভালো করবই। আমাদের মনোযোগ সেদিকেই, নিজেদের পরিকল্পনার বাস্তবায়ন করা। আর কিছু নয়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post