নিজস্ব প্রতিবেদকঃ বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ফরচুন বরিশাল। বুধবার সাকিব আল হাসানের দলকে ৬ উইকেটে পরাজিত করেছে তামিম ইকবালের দল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন বরিশালের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।
চলতি বিপিএলে একাধিক ম্যাচে সাকিব-তামিমকে গ্যালারি থেকে দুয়ো দেওয়া হয়েছে। যেটি মানতেই পারছেন না মুশফিক। আজ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দুজনই বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার। তাদের নিয়ে ফাইট দূরের কথা, আমি মনে করি, তাদের নিয়ে কথা বলাই অনৈতিক ব্যাপার। তারা যতটুকু বাংলাদেশকে দিয়েছে এবং আশা করি আরও দেবে, সেটার সমকক্ষ কিছু নেই। যাঁরা কথা বলেন বা এই যে ভুয়া ভুয়া বলেন, সাকিব আর তামিম যদি ভুয়া ভুয়া শোনে, তাহলে তো আমাদের মাটির ভেতরে ঢুকে যাওয়া উচিত।’৪
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post