নিজস্ব প্রতিবেদক:: দেশের ক্রিকেটে এখন আলোচিত তিন ইস্যু। সাকিব আল হাসানের খেলা না খেলা, নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়ার ইচ্ছে এবং জাতীয় দলের সহকারী কোচ পদে পুরনায় মোহম্মদ সালাউদ্দিনের ফেরা। ক্রিকেটের এই গুরুত্বপূর্ণ ইস্যুতে সিদ্ধান্ত নিতে আজ বিকেলে বোর্ড সভায় বসছে বিসিবি।
সাকিব আল হাসানের শেষ টেস্ট খেলার ইচ্ছে পূরণ হয়নি। ঢাকায় সাউথ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়ে ছিলেন তিনি। তবে আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য হওয়ায় তাকে খেলতে দেয়নি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তিনি ঢাকায় ফেরার ঘোষণার পরপরই মিরপুরে আন্দোলন শুরু হয়। দুবাই থেকে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয় বাংলাদেশের তারকাকে।
সামনেই আফগানিস্তান সিরিজ। সাকিব টেস্টের অবসরের ঘোষনায় কানপুরেই জানিয়ে ছিলেন তিনি ওয়ানডে খেলতে চান। অন্তত আগামি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। সংযুক্ত আরব-আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ তিনি খেলতে চান সেটাও জানিয়েছেন। এখন পর্যন্ত দেশে ফিরতে না পারা, প্রবাসে থাকা এই ক্রিকেটারকে কি বিদেশের মাঠে খেলানোর সিদ্ধান্ত নেবে ক্রিকেট বোর্ড? আজকের বোর্ড মিটিংয়ে তাই সাকিবের খেলা না খেলা নিয়ে সিদ্ধান্ত হবে। তাকে কি আফগান সিরিজে দলে নেওয়া হবে? সেই সিদ্ধান্ত নেবেন বোর্ড পরিচালকেরা।
সাউথ আফ্রিকা সিরিজ চলাকালেই ক্রিকেট বোর্ডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়ে দেন তিনি আর নেতৃত্ব দিতে চান না। তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়তে চান তিনি। এই খবরও গোপন থাকেনি। চলে এসেছে গণমাধ্যমে। অধিনায়কত্ব নিয়েও আজকের বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হবে। ক্রিকেট বোর্ড নাজমুল হোসেনকে থেকে যাওয়ার অনুরোধ করবে নাকি তার ইচ্ছেকে গুরুত্ব দিয়ে অধিনায়কত্ব থেকে সরে যাওয়া অনুমোদন দিয়ে নতুন অধিনায়ক বেছে নেবে সেই সিদ্ধান্ত হবে বোর্ড মিটিংয়ে।
শান্ত অধিনায়কত্ব থেকে সরে গেলে নতুন অধিনায়ক কে হবেন সেটা নিয়েই হবে আলোচনা। জানা গেছে, ওয়ানডে ও টেস্ট ক্রিকেট বোর্ড বিবেচনা করছে মেহেদী হাসান মিরাজকে। তরুণ এই ক্রিকেটারের কাঁধে দুই ফরম্যাটের নেতৃত্ব তুলে দিতে পারে বোর্ড। টি-২০ ক্রিকেটে বিবেচনা করতে পারে তাওহীদ হৃদয়কে। তরুণ এই ব্যাটারকেও অধিনায়ক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সরকার পতনের পর থেকেই জাতীয় দলের কোচের দায়িত্ব সালাউদ্দিনকে ফেরানাে নিয়ে আলোচনা হচ্ছে। চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্তের পর সেই আলোচনা আরো বেড়েছে। জোর গুঞ্জন আছে ঘরোয়া ক্রিকেটের সফল এই কোচকে আবারো পুরনো দায়িত্বে ফেরানো হবে। ফিল সিমন্সের সহকারী হিসেবে জাতীয় দলের দায়িত্বে নিয়ে আসা হবে। সালাউদ্দিনের নিয়োগের সিদ্ধান্তও হতে পারে বোর্ড সভায়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০