স্পোর্টস ডেস্ক:: সাকিব,মুশফিকরা তখন অনুশীলনে ব্যস্ত। এশিয়া কাপের প্রস্তুুতি নিবিড় অনুশীলন ক্যাম্প করছে বাংলাদেশ দল। জাতীয় দলের সেই অনুশীলন সোমবার হচ্ছিলো ফ্লাডলাইটের আলোতে ম্যাচের আবহে। ক্রিকেটাররা মূল মাঠে ছিলেন অনুশীলনে।
অনুশীলন চলাকালেই ফ্লাডলাইটে আগুন ধরে যায়। এসময় ক্রিকেটাররা অনুশীলন বন্ধ করে এক পাশে দাঁড়িয়ে যান। জানা গেছে, শর্ট সার্কিটের কারণে ফ্লাডলাইটে আগুন ধরে যায়। কিছুক্ষণ পর আগুন নিভেও যায়।
মূলত বৃষ্টির পর পরই ফ্লাডলাইট জ্বালানোর কারণে এই ঘটনা ঘটেছে। বৃষ্টির পর ফ্লাডলাইট জ্বললে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে। সোমবার বৃষ্টির পরই শুরু হয়েছিলো জাতীয় দলের অনুশীলন।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আব্দুল বাতেন একটি সংবাদ মাধ্যমকে বলেন, ‘শর্ট সার্কিটের কারণে ফ্লাড লাইটে আগুন লাগে। বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। আমরা ঠিক করার জন্য কাজ করছি। সার্কিট ঠিক করলে সমাধান হয়ে যাবে আশা করছি। ফ্লাড লাইট পাল্টাতে হবে না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post