নিজস্ব প্রতিবেদক:: দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদারের সঙ্গে অধিনায়ক সাকিবের ক্যামিও ইনিংসে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-২০ ম্যাচে আগে ব্যাট করা বাংলাদেশ দল তিন উইকেটে ২০২ রান তুলেছে।
আইরিশদের বিপক্ষে সাগরিকায় ওপেনার লিটন দাস গড়েছেন দ্রুততম ফিফটির রেকর্ডও। দেশের ক্রিকেটের প্রথম সুপার স্টার মোহাম্মদ আশরাফুলের দ্রুততম ফিফটির ‘রেকর্ড’ নিজের করে নিয়েছেন তিনি। আশরাফুলকে ছাপিয়ে বাংলাদেশের দ্রুততম হাফ সেঞ্চুরিয়ান এখন তিনি। আয়ারলান্ডের বিপক্ষে সাগরিকায় দ্বিতীয় টি-২০ ম্যাচে এই রেকর্ড করেন তিনি।
বাংলাদেশের হয়ে এর আগে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দ্রুততম ফিফটির ‘রেকর্ড’ ছিলো আশরাফুলের। ২০০৭ সালে ক্যারিবিয়ানদের বিপক্ষে ২০ বলে ফিফটি করে ছিলেন তিনি। এবার লিটন দাস তার চেয়ে দুই বল কম খেলে করেছেন রেকর্ড। বাংলাদেশের এই ওপেনার মাত্র ১৮ বলে ফিফটি করেছেন। পাঁচ চার ও তিন ছক্কায় হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
বাংলাদেশ উদ্বোধনী রনি-লিটনের জুটিতেই ১২৪ রান তুলে। হাফ সেঞ্চুরি থেকে ৬ রান দূরে থাকতে থামেন রনি তালুকদার। ১৯১’র বেশি স্ট্রাইক রেটে মাত্র ২৩ বলে ৪৪ রান করে ইনিংসের দশম ওভারের দ্বিতীয় বলে সাজঘরে ফিরেন তিনি।
রনির বিদায়ের পর লিটন দাসও সাজ ঘরে ফিরেন। তবে তার আগেই ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন তিনি। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এর আগে লিটনের সর্বোচ্চ ছিলো ৭৩ রান। আইরিশদের বিপক্ষে ৮৩ রানের সেঞ্চুরির সম্ভাবনাময় ইনিংস খেলে ফিরেন প্যাভেলিয়নে। ৪১ বলে দশ চার ও তিন ছক্কায় সাজান ক্যারিয়ার সেরা ইনিংসটি।
দলীয় ১৩৮ রানে লিটনের বিদায়ের পর আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। অধিনায়ক সাকিব তরুণ তাওহীদ হৃদয়কে নিয়ে ৬১ রানের জুটি গড়েন তৃতীয় উইকেটে। দলীয় ১৯৯ রানে তাওহীদের বিদায়ে তৃতীয় উইকেট হারায় টাইগাররা। তিন চার ও এক ছক্কায় ১২৩ বলে ২৪ রান করেন তিনি।
অধিনায়ক সাকিব ৩৮ রানে অপরাজিত থাকেন। ২৪ বলের ইনিংসে তিন চার ও দুই ছক্কা হাঁকিয়েছেন তিনি। নাজমুল হোসেন শান্ত ২ রানে সঙ্গী হন অধিনায়কের।
আয়ারল্যান্ডের হয়ে বেন হোয়াইট ২টি উইকেট লাভ করেন।
২০৩ রানের টার্গেটে ব্যাট করবে আইরিশরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম.নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post