নিজস্ব প্রতিবেদক:: ঘরের মাঠে বিপিএল পর্ব জয় দিয়ে শুরু করেছে চিটাগাং কিংস। চট্টগ্রাম পর্বের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকরা খুলনাকে হারিয়েছে ৪৫ রানের ব্যবধানে।
গ্রাহাম ক্লার্কের সেঞ্চুরিতে ঘরের মাঠে সমর্থকদের উচ্ছ্বাসে ভাসিয়ে কিংসরা ২০০ রান তুলেছিলো। জবাবে ব্যাট করতে নামা টাইগার্সরা লড়াকু ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ১৫৫ রানে থামে।
২০১ রানের টার্গেটে ব্যাট করতে নামা খুলনা ইনিংসের শুরুতেই হারায় উইকেট। দলীয় ৪ রানে ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ব্যক্তিগত ৩ রানে ওপেনার ডম সিবলে ফিরে যান সাজঘরে। তিনে নামা অধিনায়ক মিরাজও হাল ধরতে পারেননি। ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে দলীয় ৩০ রানে তিনিও ফিরেন সাজঘরে। তিন চার ও এক ছক্কায় ৮ বলে করেন মাত্র ১৯ রান। এরপরই ফিরে যান ৯ রান করা ওপেনার নাঈমও।
নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে খুলনা। স্বাগতিকদের দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত নয় উইকেটে ১৫৫ রানে থামে দলটি। ৩১ বলে ইনিংস সর্বোচ্চ ৩৭ রান করেছেন ডোরিশ। দুই চার ও এক ছক্কায় ২০ বলে ২৫ রান করেছেন নেওয়াজ। ১২ বলে ১৮ রান করেছেন অঙ্কন।
চিটাগাং কিংসের হয়ে আরাফাত সানি ৩টি, খালেদ ও শরিফুল ২টি করে উইকেট লাভ করেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা চিটাগাং কিংসের শুরুটা ভাল করেনি। ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে দলীয় ১৮ রানেই প্যাভেলিয়নের পথ ধরেন ওপেনার উসমান খান। ৭ বলে করেন মাত্র ১০ রান। এরপর দ্বিতীয় উইকেটে বিধ্বংসী হয়ে উঠেন ক্লার্ক। ওপেনার পারভেজ হোসেন ইমনকে নিয়ে একের পর এক বাউন্ডারি ছাড়া করতে থাকেন খুলনার বোলারদের। ১৩তম ওভারেই দেড়শো করে ফেলে তার দল। এক পর্যায়ে মনে হচ্ছিলো দুইশো ছাড়িয়ে যাবে স্বাগতকিদের সংগ্রহ।
১৩তম ওভারের চতুর্থ বলে পারভেজ হোসেন ইমনের বিদায়ে ভেঙে যায় গ্রাহাম ক্লার্কের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৬৩ বলে ১২৮ রানের জুটি। চারটি ছক্কায় ২৯ বলে ৩৯ রানে সাজঘরে ফেরেন এই ওপেনার। থেমে যায় বন্দরনগরীর দলটির রানের চাকা। সঙ্গী ইমনকে হারিয়ে ক্লার্ক সেঞ্চুরি পূর্ণ করেও ইনিংস বড় করতে পারেনিন। দুইশোর বেশি স্ট্রাইক রেটে মাত্র ৫০ বলে ১০১ রান করে তৃতীয় উইকেটে সাজঘরে ফিরে যান তিনি। সাত চার আর ছয় ছক্কায় সাজান তিন অঙ্কের ম্যাজিক ফিগারের ইনিংসটি। তার বিদায়ের পরই চিটাগাংয়ের রানের চাকা স্লো হয়ে যায়। শামীম হোসেনের ১৬ ও অধিনায়ক মিঠুনের ১১ রানে ভর করে সাত উইকেটে ২০০ রানে থামে দলটি।
খুলনার হয়ে মোহাম্মদ নেওয়াজ ও সালমান ইর্শাদ ৩টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০