স্পোর্টস ডেস্ক:: নেইমার জুনিয়রদের আল হিলাল সৌদীর প্রো লিগে তুলে নিয়েছে বড় জয়। সাত গোলের ম্যাচে প্রতিপক্ষকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে হিলাল। ৬-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে আল রিয়াদকে।
দলের ছয় গোলে অবশ্য ব্রাজিলিয়ান তারকা নেইমারের নামের পাশে নেই কোনো গোল। দ্বিতীয়ার্ধে বদলী নামলেও গোল করতে পারেননি তিনি। তবে অ্যাসিস্ট করেছেন একটি গোল।
একে একে ছয় গোল হজম করা আল রিয়াদ অবশ্য অন্তিম সময়ে শান্তনার একটি গোল পেয়েছে। ম্যাচের শুরু থেকেই শেষ পর্যন্ত দাপট দেখিয়ে খেলেছে আল হিলাল। প্রথমার্ধের দুই গোলের সঙ্গে দ্বিতীয়ার্ধের এক হালি গোলে ৬-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে দলটি।
ম্যাচের প্রথমার্ধের আধঘন্টা খানেক পর লিড নেয় হিলাল। এরপর দলটি দুর্দান্ত হয়ে উঠে। ৩০তম মিনিটে আল রিয়াদের ভুলে প্রথম গোল পায় হিলাল। নিজেদের সীমানায় ফাউল করে দলটি। পেনাল্টি থেকে হিলালকে এগিয়ে দেয় আলেকসান্ডার মিত্রোভিচ। ১-০ গোলে এগিয়ে যাওয়া দলকে প্রথমার্ধের শেষ দিকে আরো এগিয়ে দেন ইয়াসির। প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে তার গোলে হিলাল এগিয়ে যায় ২-০ ব্যবধানে। পিছিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াদ।
বিরতির পর আল হিলাল আরো আক্রমণাত্মক হয়ে উঠে। ৬৮তম মিনিটে নাসের আল দাসেউরী ব্যবধান ৩-০ করে ফেলেন। ৮৩তম মিনিটে নেইমার পাস থেকে পাওয়া বলে দলের হালি গোল পূর্ণ করেন ম্যালকম। ৪-০ ব্যবধানে এগিয়ে যাওয়া আল হিলালকে মিনিচ পাঁচেকের মধ্যেই আবারো এগিয়ে দেন সেলিম আল দাসেউরী। ৮৭তম মিনিটে তাই ৫-০ ব্যবধানে লিড নেয় হিলাল।
আল রিয়াদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন জোড়া গোল করা সেলিম আল দাসেউরী।যোগ করা সময়ের পঞ্চম মিনিটে হিলালকে ৬-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। এরপরই শান্তনার একমাত্র গোলের দেখা পায় রিয়াদ। যোগ করা সময়ের ষষ্ট মিনিটে আলী আল জাকান ব্যবধান ৬-১ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post