স্পোর্টস ডেস্কঃ গেল বছরের সেপ্টেম্বর থেকে টানা দুই ম্যাচে কখনোই একই একাদশ খেলাননি ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হাগ। সেই কোচই বড় চমক দেখালেন ইউরোপা লিগে। আগের ম্যাচে প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে ৭-০ গোলে বিধ্বস্ত হওয়া একাদশকেই মাঠে নামালেন ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল বেতিসের বিপক্ষে।
তবে এদিন আর হতাশ করেননি ফুটবলাররা। বরং নিজেদের প্রায়শ্চিত্ত করেছেন রাশফোর্ড, ফার্নান্দেজরা। রিয়াল বেতিসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ইউনাইটেড শিবির। এতে করে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখলো রেড ডেভিলরা।
ঘরের মাঠে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের ৬ মিনিটের মাথায়ই লিড নেয় ইউনাইটেড। মার্কোস রাশফোর্ড এগিয়ে নেন দলকে। যদিও ৩২তম মিনিটে সেই গোলের শোধ নিয়ে বেতিসকে সমতায় ফেরান আয়োজ পেরেজ। দুই দল ১-১ সমতায় থেকেই বিরতিতে যায়।
তবে বিরতি থেকে ফিরেই ম্যাচে একচেটিয়া আধিপত্য দেখায় ম্যান ইউ। ৫২তম মিনিটে অ্যান্টনি গোল করে ব্যবধান বাড়ান ইউনাইটেডের হয়ে। ৫৮তম মিনিটে স্কোরলাইন ৩-১ করেন ব্রুনো ফার্নান্দেজ। আর ৮২তম মিনিটে বেতিসের জালে শেষ পেরেক ঠুকে দেন ভাউট ভেগহোর্স্ট।
৪-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইউনাইটেড। এবার দ্বিতীয় লেগের অপেক্ষা। আগামী ১৬ মার্চ রিয়াল বেতিসের ঘরের মাঠে অনুষ্ঠিত হবে শেষ ষোলোর দ্বিতীয় লেগ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post