স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বৃহস্পতিবার দল ঘোষণা করল ভারত। টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে সূর্যকুমার যাদবকে। লোকেশ রাহুল নেতৃত্ব দেবেন ওয়ানডে দলের। বিশ্রামে আছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি।
ওয়ানডে বিশ্বকাপে আশানুরূপ পারফরম্যান্স করতে না পারা সূর্যকুমার বাদ পড়েছেন দল থেকে। চোটের কারণে ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজের দলে নেই সদ্য শেষ হওয়া বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি মোহাম্মদ শামিও। তিনি অবশ্য ভারতের টেস্ট দলে ফিরেছেন। তবে তাঁর খেলার বিষয়টি নির্ভর করছে ফিটনেসের ওপর।
টেস্ট দলে ফিরেছেন লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার ও জাসপ্রিত বুমরাহ। টেস্ট দল থেকে বাদ পড়েছেন আজিঙ্কা রাহানে। দক্ষিণ আফ্রিকা সফরে ভারত ৩টি করে টি–টোয়েন্টি ও ওয়ানডের সঙ্গে খেলবে ২টি টেস্ট।সিরিজ শুরু আগামী ১০ ডিসেম্বর থেকে, টি-টোয়েন্টি দিয়ে। ১২ ও ১৪ বাকি দুই ম্যাচ খেলার পর ১৭ ডিসেম্বর জোহেন্সবার্গে শুরু হবে ওয়ানডে সিরিজ।
১৯ ও ২১ ডিসেম্বর হবে পরের দুই ওয়ানডে। সীমিত ওভারের সিরিজের পর ২৬ ডিসেম্বর প্রথম ও ৩ জানুয়ারি দ্বিতীয় টেস্ট খেলবে দুদল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই টেস্টের সিরিজে খেলবেন রোহিত-কোহলিরা। রতুরাজ গায়কোয়াড় প্রথমবার ডাক পেয়েছেন লাল বলের ক্রিকেটে। রাহানের সাথে জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটার চেতেশ্বর পুজারার। এদিকে রিঙ্কু সিং, সাই সুদর্শনকে প্রথমবার ডাকা হয়েছে ওয়ানডে দলে। আবার ডাক পেয়েছেন রজত পাতিদার।
ভারত টি-টোয়েন্টি দল: যশস্বী জয়সওয়াল, শুবমান গিল, রুতুরাজ গায়কোয়াড, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, শ্রেয়াস আইয়ার, ইশান কিষান (উইকেটরক্ষক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণুই, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার ও দীপক চাহার।
ভারত টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রুতুরাজ গায়কোয়াড, ইশান কিষান (উইকেটরক্ষক), লোকেশ রাহুল (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, মোহাম্মদ শামি*, জাসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক) ও প্রসিধ কৃষ্ণা।
ভারত ওয়ানডে দল: রুতুরাজ গায়কোয়াড, সাই সুদর্শন, তিলক ভার্মা, রজত পাতিদার, রিংকু সিং, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, আবেশ খান, আর্শদীপ সিং ও দীপক চাহার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post