স্পোর্টস ডেস্কঃ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখের মধ্যকার ম্যাচে অনাকাঙ্খিত ঘটনা ঘটান সাদিও মানে। ম্যাচে ৩-০ গোলে হারে বায়ার্ন। সেই ম্যাচ চলাকালীনই দুই ফুটবলার লেরয় সানে ও সাদিও মানে তর্কে লিপ্ত হন। সেই ঘটনার রেশ কাটেনি ম্যাচের মধ্যে।
পরবর্তীতে ম্যাচ শেষ হওয়ার পর ড্রেসিং রুমেও এই নিয়ে ঝগড়া লাগেন দুজন। এক পর্যায়ে সানের মুখে ঘুষি মেরে বসেন মানে। এতে সানের ঠোঁট ফেটে যায়। দ্রুতই অন্যান্য ফুটবলাররা দুজনকে আলাদা করে থামিয়ে দেন সেটি। তবে এখানেই শেষ হয়নি। বায়ার্ন কর্তৃপক্ষ নিয়ে কড়া পদক্ষেপ নেয়। এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয় মানেকে।
ক্লাব শাস্তি দিলেও মারামারির বিষয়টি মিটমাট হয়ে গেছে। এমনটাই জানিয়েছেন কোচ টমাস টুখেল। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘ঘটনার পরপরই ওদের ডেকে নিয়ে কথা বলেছি। কারণ, এটা ছিল বিশ্রী ব্যাপার। অনুশীলনে নামার আগেই ঝামেলা মিটিয়ে ফেলা দরকার ছিল। আমরা সব সমস্যার সমাধান করে ফেলেছি। ওরা একসঙ্গে অনুশীলনও করেছে।’
টুখেল আরো বলেন, ‘আমরাই এ ধরনের ঘটনা ঘটনো প্রথম দল নই। শেষ দলও থাকব না। তবে খুব সতর্কতার সঙ্গে পরিস্থিতি সামাল দিতে হয়েছে। সবচেয়ে বড় ব্যাপার ট্রেনিংয়ে আবার ইতিবাচক ও উদ্দীপনাময় পরিবেশ ফিরে এসেছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post