নিজস্ব প্রতিবেদকঃ গতকাল নেপালে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার) বিকেলে দেশে ফিরেছেন ফুটবলাররা। দেশে এসে যেন বিশ্রামের সময় নেই মিরাজুল ইসলামসহ সাফজয়ী দলের চারজনের। জাতীয় দলে ডাক পড়েছে তাদের।
ভুটানের বিপক্ষে দুই প্রীতি ম্যাচ সামনে রেখে দেওয়া দলে সাফজয়ী দলের চার জনকে রেখেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ। ভুটানের বিপক্ষে আগামী ৫ ও ৮ সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ উপলক্ষে শুক্রবার দেশটির উদ্দেশে উড়াল দেবে দল। দেশ ত্যাগ করার আগে দল চূড়ান্ত করেছেন কোচ কাবরেরা। রাব্বী হোসেন রাহুল ও চন্দন রায় ছাড়াও আছেন মিরাজুল ইসলাম ও শাকিল আহমেদ তপু।
বাংলাদেশ দল-
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন ও পাপ্পু হোসেন।
ডিফেন্ডার: তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, সাদউদ্দিন, মেহেদী হাসান, রহমত মিয়া, ইসা ফয়সাল, শাকিল হোসেন ও শাকিল আহাদ তপু।
মিডফিল্ডার: সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, সোহেল রানা (জুনিয়র), মিরাজুল ইসলাম, চন্দন রায় ও মজিবুর রহমান জনি।
ফরোয়ার্ড: রাকিব হোসেন, শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমন ও রাব্বী হোসেন রাহুল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০