নিজস্ব প্রতিবেদকঃ চলতি মাসে মাঠে গড়াবে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৩। ভারতের ব্যাঙ্গালোরে হবে টুর্নামেন্ট। যেখানে অংশ হিসেবে বাংলাদেশও। এই টুর্নামেন্টকে ঘিরে গেল মে মাসের মাঝামাঝি সময়ে ৩৫ সদস্যের প্রাথমিক দল দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সেই দলে এবার আরও পরিবর্তন আনা হয়েছে। বাদ দেওয়া হয়েছে ৫ ফুটবলারকে। বাদ পড়া সদস্যরা হলেন, ডিফেন্ডার ইয়াসিন আরাফাত, মুরাদ হোসেন, মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, আবু সাইদ ও মেহেদী হাসান রয়েল। তবে দলে টিকে গেছেন সাদ উদ্দিন ও মতিন মিয়ার ইনজুরিতে বদলি হিসেবে ডাক পাওয়া শেখ মোরছালিন ও সাজ্জাদ হোসেন।
৩০ সদস্যের প্রাথমিক দল নিয়ে আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু হবে আগামীকাল ৪ জুন, রোববার থেকে। ঢাকা হোটেল রিজেন্সি এন্ড রিসোর্টে সেই ক্যাম্প চলবে আগামী ১০ জুন পর্যন্ত। রোববার সন্ধ্যা ৬টার মধ্যে ম্যানেজার আমের খানের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে ফুটবলারদের।
সাফে খেলতে যাওয়ার আগে ১৫ জুন কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের। এরপর আগামী ২২ জুন থেকে শুরু হবে বাংলাদেশের সাফ মিশন। ‘বি’ গ্রুপে প্রথম ম্যাচে লেবাননের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। ২৫ জুন মালদ্বীপ ও ২৮ জুন ভুটানের সাথে খেলবে জামাল ভূঁইয়ারা।
বাংলাদেশের ৩০ সদস্যের প্রাথমিক দল
আনিসুর রহমান জিকো, মিতুল মারমা, শহিদুল আলম, তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, কাজী তারিক রায়হান, টুটুল হোসেন বাদশা, সোহেল রানা, মাশুক মিয়া জনি, রাকিব হোসেন, সুমন রেজা, শেখ মোরছালিন, ফয়সাল আহমেদ ফাহিম, রহমত মিয়া, মোহাম্মদ সোহেল রানা, এলিটা কিংসলে, আলমগীর মোল্লা, মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, মোহাম্মদ ইব্রাহিম, শাহরিয়ার ইমন, সাজ্জাদ হোসেন, মেহেদী হাসান মিঠু, রবিউল হাসান, ইশা ফয়সাল, মেহেদী হাসান শ্রাবণ, আমিনুর রহমান সজীব, মজিবুর রহমান জনি, রফিকুল ইসলাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post