স্পোর্টস ডেস্কঃ পর্দা নামছে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৩’র। মঙ্গলবার টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি লড়বে ভারত ও কুয়েত। ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
এর আগে সেমি ফাইনালে বাংলাদেশের বিপক্ষে অতিরিক্ত সময়ে করা এক গোলে জিতে ফাইনাল নিশ্চিত করেছে কুয়েত। অপরদিকে আরেক সেমি ফাইনালে লেবানন মুখোমুখি হয়েছিল স্বাগতিক ভারতের। সেই ম্যাচে নির্ধারিত সময় পেরিয়ে, অতিরিক্ত সময়েও কোনো গোল না হলে, পেনাল্টি শ্যুটআউটে ৪-২ গোলে জিতে ফাইনালে ওঠে ভারত।
দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত এই সাফ চ্যাম্পিয়নশিপের সবচেয়ে সফল দল ভারত। সুনীল ছেত্রীদের জন্য এটি নবম শিরোপা জেতার মিশন। অপরদিকে আমন্ত্রিত দল হয়ে খেলতে আসা মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত প্রথমবার শিরোপা জয়ের জন্য উন্মুখ হয়ে আছে।
এর আগে দুই দল ৪ বার মুখোমুখি হয়েছিল। তবে ২ বার জিতে এগিয়ে আছে কুয়েত। ১টি ম্যাচে জিতেছে ভারত। আর অপর ম্যাচটি হয়েছে ড্র। এবারের আসরে গ্রুপ পর্বে দুই দলের দেখা হয়েছিল। সেই ম্যাচে দুই দলের লড়াই ড্র’তে নিষ্পত্তি হয়েছিল।
শিরোপা নির্ধারণী এই ম্যাচে নিজেদের ডাগআউটে কোচ ইগোর স্টিমাচকে পাচ্ছে না ভারত। এর আগে গ্রুপ পর্বে কুয়েতের বিপক্ষে লাল কার্ড দেখে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। সেই নিষেধাজ্ঞার প্রথমটি কেটে গেছে লেবাননের বিপক্ষে সেমি ফাইনাল ম্যাচে। তবে আরও একটি ম্যাচ বাকি আছে, যেটি কার্যকর হবে ফাইনালে। স্টিমাচের পরিবর্তে এই ম্যাচে ডাগআউটে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ মহেশ গোয়ালি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post