স্পোর্টস ডেস্ক:: সাফে অংশ গ্রহণের জন্য দল খুঁজে হয়রান সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। সাফ ফুটবলের আসরে অংশ নিতে সৌদী আরব ও মালয়েশিয়াকে প্রস্তাব দিয়েছিলো সাফ। কিন্তুু দেশ দু’টি তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে।
এরপরই সাফ মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতকে সাফে আমন্ত্রণ জানায়। ফিফা ১৯৮২ বিশ্বকাপে অংশ নেওয়া দলটি ভারতে অনুষ্টিত সাফের আসরে খেলতে রাজি হয়েছে।
সাফের ব্যবস্থাপনায় আগামি ২১ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্টিত হবে। আয়োজক দেশ ভারত। দেশটির ব্যাঙ্গালুরু শহরে বসবে সাফ চ্যাম্পিয়নশিপ। সাফের কয়েকটি দল অংশ না নেওয়ায় আয়োজকেরা বাইরের দেশগুলোকে আমন্ত্রণ জানিয়েছিলো। কিন্তুু প্রত্যাশা মতো সাড়া মিলছে না।
সৌদী আরব ও মালয়েশিয়া জানিয়ে দিয়েছে তারা সাফ খেলতে আসবে না। সিরিয়া ও ফিলিপাইনকেও আমন্ত্রণ জানানো হয়েছে। দেশটি দু’টি অবশ্য তাদের সিদ্ধান্ত জানায়নি। কেবল কাতার জানিয়েছে, তারা সাফ খেলতে আসবে।
আগামি ৬ মে ঢাকায় সাফের বৈঠক হবে। সেই কংগ্রেসে অংশগ্রহণকারী দলগুলো নিয়ে আলোচনা হবে। সেখানেই চূড়ান্ত হবে সাত দলের সাফ হবে নাকি দল বাড়ব, কমবে। সাফ অবশ্য অতিথি দলগুলোকে শর্ত দিয়েছে, খেলতে রাজি হলে জাতীয দল পাঠাতে হবে।
বিশ্বকাপ খেলা কুয়েত কি জাতীয় দল পাঠাবে এমন প্রশ্নের জবাবে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল সাংবাদিকদের বলেন, কুয়েত কথা দিয়েছে তাদের জাতীয় দল পাঠাবে।
স্পেনে অনুষ্টিত ১৯৮২ সালের বিশ্বকাপে অংশ নিয়ে ছিলো কুয়েত। ইংল্যান্ড, চেকোস্লোভাকিয়া, ফ্রান্স গ্রুপে খেলেছিলো দলটি। ইংল্যান্ড ও ফ্রান্সের কাছে হারলেও চোকোস্লোভাকিয়ার সঙ্গের ম্যাচটি ‘ড্র’ করেছিলো কুয়েত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post