স্পোর্টস ডেস্কঃ সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। নির্ধারিত সময়ে ১-১ সমতায় থাকার পর, টাইব্রেকারে ভারতকে ৩-২ গোলে হারিয়েছে বাংলার কিশোরীরা। আর এতেই সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে প্রথম বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়ে বাংলাদেশ।
ম্যাচ শেষে উচ্ছ্বাসভরা কণ্ঠে অধিনায়ক অর্পিতা বিশ্বাস শোনালেন যেভাবে তিনি তাতিয়ে দিয়েছিলেন দলকে। তিনি বলেন, ‘আমি খুব শিহরিত ছিলাম, যখন আমাদের সামনে ট্রফিটা আনা হয়। যখন ওটার মোড়ক খোলা হয়, তখন আমি প্রথম দেখেছিলাম। তখন থেকে ভেতরে এই অনুভূতি কাজ করছিল…যখন ট্রফি ধরতে ভারতের অধিনায়ককে বলা হলো, সে কিন্তু ধরেনি, আমি ধরেছিলাম। তখন থেকেই আমার মনে হয়েছে আমি যেহেতু ট্রফিটা প্রথম স্পর্শ করেছি, আমরা দেশে নিয়ে যাব। সতীর্থদেরও আমি এটা বলেছি, ‘ট্রফিটা আমি ছুঁয়েছি, এটা যেন ভারতের কেউ নিতে না পারে।’ আমি স্বার্থক হয়েছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post