স্পোর্টস ডেস্কঃ নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্স আমস্টারডামে পাঁচ মৌসুম কোচের দায়িত্ব পালন করেন এরিক টেন হাগ। এরপর ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের যোগ দেন তিনি। ইংলিশ লিগের দলটিতে আসার পর তিনি সাবেক ক্লাব আয়াক্সের একাধিক ফুটবলারকে রেড ডেভিলদের ঢেরায় ভিড়িয়েছেন।
এবার নিজের সাবেক ক্লাবের খেলোয়াড় দলে টানার ব্যাখ্যা দিলেন ইউনাইটেড কোচ টেন হাগ। তিনি জানান, ফুটবলার দলে টানার সিদ্ধান্ত ক্লাবের, তার একার নয়। টেন হাগ বলেন, ‘প্রথমত এটা ক্লাবের সিদ্ধান্ত, এগুলোর কোনোটিই আমার একার সিদ্ধান্ত নয়। স্কাউটিং, রিক্রুটমেন্ট, টেকনিক্যাল ডিরেক্টর, স্পোর্টিং ডিরেক্টরের মাধ্যমে সবসময়ই এসব কাজ পরিচালিত হয়। এটি এমন একটি সিদ্ধান্ত যা কেবল একজন নয়, অনেকের সিদ্ধান্ত… একজন খেলোয়াড় কেনার ক্ষেত্রে আর্থিক দিকটিও মিলতে হয়।’
এদিকে আজ ইউনাইটেডের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। উদ্বোধনী দিনে তাদের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল দল ফুলহ্যাম। শুক্রবার (১৬ আগস্ট) ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়। গেল মৌসুমটা একেবারেই বাজে কাটিয়েছে রেড ডেভিলরা। ইপিএলের পয়েন্ট টেবিলে আট নম্বরে থেকে মৌসুম শেষ করার পর চ্যাম্পিয়ন্স লিগে খেলারও যোগ্যতা হারায় দলটি। দলের হতশ্রী পারফরম্যান্সে কোচ টেন হাগকেও পড়তে হয় সমালোচনার মুখে। তবে গেল মৌসুমের সব ব্যর্থতা ভুলে এবার নতুন শুরুর লক্ষ্য দলটার। শুরু থেকে পূর্ণ উদ্যম নিয়ে মাঠে নামতে চায় তারা। লক্ষ্য পূরণে প্রাক মৌসুমে বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেলেছে দলটা। মৌসুমের শুরুর আগেই রোমাঞ্চকর ম্যানচেস্টার ডার্বিতেও খেলেছে তারা। আর তাতে প্রস্তুতিটা বেশ ভালোভাবেই ঝালিয়ে নেয়ার সুযোগ পেয়েছে তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০