নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নিজেদের প্রথম ম্যাচে বড় সংগ্রহ পেয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। সোমবার পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ঝোড়ো ফিফটি হাঁকিয়েছেন দলটির ওপেনার সাব্বির হোসেন। অল্পের জন্য ফিফটি পান নি অধিনায়ক মোসাদ্দেক হোসেন। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ২৬৮ রান করেছে আবাহনী।
মিরপুরে আজ আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় আবাহনী। মোহাম্মদ নাঈম শেখ ও সাব্বির হোসেনের উদ্বোধনী জুটিতে আসে ১০৭ রান। ৫৯ বলে ৭১ রানের ঝোড়ো ইনিংস খেলে সাব্বির বিদায় নিলে প্রথম উইকেট হারায় আবাহনী। সাব্বিরের ইনিংসে ছিল ১০ চার ও ২ ছক্কা। তিনে নামা মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে আসে ৫০ বলে ১ ছক্কা ও ২ চারে ৩৪ রান। আফিফ হোসেন রানের খাতাই খোলতে পারেন নি।
দলীয় ১১২ রানে দুই ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়া আবাহনীর রানের চাকা সচল রাখেন জাকের আলি-মোসাদ্দেক হোসেন-সাইফউদ্দিনরা। শেষ দিকে ক্যামিও ইনিংস খেলেন রকিবুল হাসান। ৩১ বলে ২১ রান করেন জাকের। অধিনায়ক মোসাদ্দেক ৪৮ বলে ৪২ রান করেন। আর ৩৫ বলে ৩১ রান আসে সাইফের ব্যাট থেকে। রকিবুল ৯ বলে খেলেন ১৭ রানের ইনিংস। পারটেক্সের হয়ে ৩টি করে উইকেট নেন মোহর শেখ ও আসাদুজ্জামান পায়েল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post