নিজস্ব প্রতিবেদকঃ সিঙ্গাপুরকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। এতে করে সাত বছর আগের হারের ক্ষতে প্রলেপ দিলো তারা। ২০১৭ সালে ফেব্রুয়ারিতে প্রীতি ম্যাচে সিঙ্গাপুরের কাছে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল লাল-সবুজের জার্সিধারীদের।
শুক্রবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। আফিদা খন্দকার তৃতীয় মিনিটে দলকে এগিয়ে নেওয়ার পর জোড়া গোল করেন তহুরা খাতুন।
ম্যাচের ৩ মিনিটের সময় প্রতিপক্ষের ডি-বক্সে মারিয়া মান্দার বাড়ানো লং পাস থেকে হেড করে গোল করে দলকে লিড এনে দেন আফিদা খন্দকার। যদিও বলটি সরাসরি না গিয়ে আগে ক্রসবারে আঘাত হানে। তারপর গোললাইন পেরিয়ে যায়।
ম্যাচের ১৫ মিনিটে তহুরা খাতুনের গোলে ২-০ গোলের লিড পেয়ে যায় বাংলাদেশ। এই গোলে অবশ্য কৃতিত্ব বেশি মারিয়া মান্ডার। ডি-বক্সের বাইরে দুইজন ডিফেন্ডারকে কাটিয়ে বল পাস করেন তহুরা। ফাঁকা বল পেয়ে নিশানা ভেদ করতে ভুল করেননি তহুরা।
বিরতি থেকে ফিরে সিঙ্গাপুরকে আরও চাপে রাখে সাবিনা-তহুরারা। গোল শোধে মরিয়া সিঙ্গাপুরও আক্রমণের বন্যা বইয়ে দেয়। উল্টো ম্যাচের ৬০তম মিনিটে বাংলাদেশ ব্যবধানও বাড়িয়ে নেয়। মাসুরা পারভীনের লং ক্রসের পেছনে ছুটছিলেন তহুরা, সিঙ্গাপুর গোলরক্ষককে বেরিয়ে আসতে দেখে বুদ্ধিদীপ্ত চিপে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে জড়ান তহুরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post